সুফি গানে তাঁকে টেক্কা দেওয়ার লোক খুবই কম। ‘সাইয়া’ থেকে শুরু করে ‘তেরি দিওয়ানি’ কৈলাস খের মানেই আলাদা কিছু। এ হেন কৈলাসের সঙ্গেও ঘটে এমন কিছু ঘটনা, যা মনে করে আজও খারাপ লাগে তাঁর। মন কিছুতেই সায় দেয় না। বড় বড় নামজাদা মানুষও এমন কাজ করতে পারেন! এ যেন কিছুতেই বিশ্বাস হয় না কৈলাসের। কী ঘটেছিল তাঁর সঙ্গে? সম্প্রতি এক সাক্ষাৎকারে কৈলাস জানিয়েছেন, শাহরুখের খানের সুপারহিট ছবি ‘চলতে চলতে’তে গান গাইয়েও বাদ দেওয়া হয় তাঁকে। ব্যবহার করা হয়নি তাঁর গান।
তাঁর কথায়, “যে গান আমায় গাইতে বলা হয়েছিল তা পুরো পালোয়ানি। অর্থাৎ গাইতে বেশ কসরৎ করতে হয়। আমি গাইলাম। বেশ খুশি ছিলাম। নিজের সবটা দিয়েই গাইলাম। কিন্তু যখন গানটি মুক্তি পেল দেখলাম যে অন্য কেউ তা গেয়েছেন। আমি কোত্থাও নেই। ভীষণ খারাপ লেগেছিল আমার। জীবনের প্রথম ধাক্কাটা ওখানেই খাই।” কৈলাস যোগ করেন, “বড় মানুষও এমন নিচু কাজ করতে পারে আমার ধারণাই ছিল না। অন্য কাউকে দিয়ে গানটা গাইয়ে নেন তাঁরা। ওই দিন থেকে বুঝে নিয়েছিলাম, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে এত ঘনিষ্ঠ হওয়া কোনওদিনই উচিৎ নয়। ”
সময় পার হয়ে গিয়েছে অনেক। তবুও সে দিনের সেই বাদ পড়ার দুঃখ আজও ভোলেননি গায়ক। প্রসঙ্গত, ‘চলতে চলতে’ ছবিটিতে শাহরুখ ছাড়াও ছিলেন রানি মুখোপাধ্যায়। এ ছাড়াও ছবিতে দেখা গিয়েছিল জনি লিভার, সতীশ শাহ, জ্যাস অরোরাসহ অনেকেই। ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন যতীন-ললিত ও আদেশ শ্রীবাস্তব। কৈলাস বাদ পড়লেও ছবিটিতে গান গেয়েছিলেন অলকা ইয়াগনিক, সোনু নিগম, উদিত নারায়ণ-সহ অন্যান্য।