বুধবার বিকেল, ঘড়ি ধরে নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বই পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহেনশাহ অমিতাভ বচ্চনের আমন্ত্রণ বলে কথা। তাই বিন্দুমাত্র বিলম্ব না করেই জলসায় উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চা-এর নিমন্ত্রণ রক্ষা করার পাশাপাশি বুধবারের (৩০.০৮.২০২৩) এই সাক্ষাতের রয়েছে কিছু বিশেষ উদ্দেশ্য। সামনেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই অমিতাভ বচ্চন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিমন্ত্রণ রক্ষা করে উপস্থিত হন এই অনুষ্ঠানে। মাঝে অসুস্থ থাকার কারণে কলকাতায় আসতে না পারলেও পাঠিয়েছিলেন ভিডিয়ো বার্তা। এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলতেই যে মুখ্যমন্ত্রী গিয়েছেন, তা-ও শোনা যাচ্ছে ওয়াকিবহাল মহল সূত্রে।
এখানেই শেষ নয়, কলকাতা তথা বাংলার জামাই অমিতাভ বচ্চনের সঙ্গে বিশেষ দিনেই দেখা করলেন তিনি। ৩০ অগস্ট, রাখি বন্ধন উৎসব। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, এই মাসের শেষেই কোনও একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অমিতাভ বচ্চনের বাড়ি যাওয়ার কথা ছিল।
#WATCH | Mumbai: West Bengal CM Mamata Banerjee arrives at Bollywood actor Amitabh Bachchan’s residence to tie him rakhi pic.twitter.com/PskjNbf6OY
— ANI (@ANI) August 30, 2023
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সম্পর্কের সমীকরণ বেশ ভাল। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে মমতা অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়েছিলেন। অন্যদিকে, জয়া বচ্চনকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় কর্মে প্রচারের মুখ হয়ে সাহায্য করতে। ফলে জলসার সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পর্ক যে বেশ নিবিড়, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন দেখার, বুধবারের সান্ধ্য-বৈঠকের পর নয়া কোন সুসংবাদ নিয়ে ঘরে ফেরেন মুখ্যমন্ত্রী।
#WATCH | West Bengal CM Mamata Banerjee arrives in Mumbai for INDIA alliance meeting that will begin tomorrow pic.twitter.com/fXheKVpPH9
— ANI (@ANI) August 30, 2023