Pankaj-Manoj: মনোজ বাজপেয়ীর চটি চুরি করেন ‘হোটেল কর্মী’ পঙ্কজ ত্রিপাঠি!
Pankaj-Manoj: একজন 'কালীন ভাইয়া' আর অন্যজন 'ফ্যামিলি ম্যান'। ওটিটি দুনিয়ায় দুজনেই রাজা।
একজন ‘কালীন ভাইয়া’ আর অন্যজন ‘ফ্যামিলি ম্যান’। ওটিটি দুনিয়ায় দুজনেই রাজা। কথা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠি ও মনোজ বাজপেয়ীর। মনোজ পার করে ফেলেছেন পঞ্চাশ। এখনও পঞ্চাশ ছুঁতে বেশ কিছুটা বাকি রয়েছে পঙ্কজের। তবে জানেন কি পাঁচতারা হোটেল থেকে একবার মনোজের চটি চুরি করেন পঙ্কজ? বহু বছর পর সে কথা ফাঁস করেছেন নিজেই। ঠিক কী ঘটেছিল? ছোট থেকেই অভিনয় করতে ভালবাসতেন পঙ্কজ। শুরু করেছিলেন থিয়েটার। কিন্তু সিনেমায় ব্রেক পাওয়া তো আর মুখের কথা নয়। পঙ্কজ যখন থিয়েটার করা শুরু করেন ততদিন মনোজ সাফল্য পেয়ে গিয়েছেন মুম্বইয়ে। ওদিকে পঙ্কজ তখন সিনেমার পাশাপাশি কাজ করেন পাটনার এক হোটেলে। সেই হোটেলেই একবার হাজির হন মনোজ। সেখানে ঘটে ঘটনাটি। এক নন ফিকশন শো-য়ে এসে সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন পঙ্কজ।
তিনি বলেন, ” আমি কিচেন সুপারভাইজার ছিলাম। আমার কাছে খবর এল যে মনোজ এসেছিল। আমি সাফ বলে দিই ওঁর থেকে কোনও অর্ডার এলে আমি নিয়ে যাব, আমায় বলবে। আমার তাঁর সঙ্গে দেখা হল। আমি প্রণাম করলাম। জানালাম যে আমিও থিয়েটার করি। পরের দিন ওঁরা চলে যান চেকআউট করে। কিন্তু চপ্পলে ফেলে যান। আমি দেখামাত্রই বলি কাউকে যেন বলা না হয়। বলি, আমাকে দিয়ে দাও।” এতটাই শ্রদ্ধা করতেন মনোজকে যে নিজের কাছে সারাজীবন ওই চপ্পল রেখে দিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি। বহুদিন পর ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ মনোজের সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে তাঁর। আর সেই সময়েই তিনি মনোজকে জানান, ওই চপ্পল আদপে লুকিয়ে রেখেছিলেন তিনি। আর ওই চুরির মধ্যে মিশে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা মিশ্রিত ভালবাসা। নিজেকে একলব্যের সঙ্গে তুলনা করেছেন পঙ্কজ। জানিয়েছেন তাঁর মহাকাব্যে দ্রোণ আদপে মনোজ বাজেপেয়ীই। যে শিক্ষা তিনি পেয়েছেন তাই তাঁর কাছে ভাল অভিনেতা হয়ে ওঠার রসদ।
কোভি পরবর্তী যুগে এখন ওটিটির রমরমা। আর ওটিটির এই বাজারে এই দুই তারকা বাজার কাঁপাচ্ছেন। হাতে ভর্তি প্রজেক্ট, খুব শীঘ্রই আসতে চলেছে মির্জাপুরের তৃতীয় সিজন। কিন্তু পঙ্কজের প্রতি ভালবাসা দিনে দিনে বেড়েছে মনোজের। আর পঙ্কজও শ্রদ্ধা উজাড় করে দিয়েছেন তাঁর গুরুকে। দুই বিহারিবাবুর অভিনয়ে এখন মাতোয়ারা আরবসাগরের তীরের মহানগরী।