Mumtaz: ‘আমি দেব আনন্দের প্রেমিকা ছিলাম পর্দায়, বোন হতে পারব না’; ‘হরে রাম হরে কৃষ্ণ’র প্রস্তাব ফিরিয়েছিলেন মুমতাজ়

Dev Ananda: এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুমতাজ় জানিয়েছেন দেব আনন্দের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। তাঁকে ভালোবেসে 'মুমজ়ি' বলে ডাকতেন দেব আনন্দ। বলেছেন, "'তেরে মেরে স্বপ্নে' করার পর দেব আনন্দ 'হরে রাম হরে কৃষ্ণ'র অফার নিয়ে তিনি আসেন আমার কাছে। কিন্তু ছবিটি আমি করিনি। 'হরে রাম হরে কৃষ্ণ'র গল্প ছিল ভাই-বোনকে কেন্দ্র করে। দেব আনন্দ চেয়েছিলেন আমি তাঁর বোনের চরিত্রে অভিনয় করি। কিন্তু আমি রাজি হয়নি।"

Mumtaz: 'আমি দেব আনন্দের প্রেমিকা ছিলাম পর্দায়, বোন হতে পারব না'; 'হরে রাম হরে কৃষ্ণ'র প্রস্তাব ফিরিয়েছিলেন মুমতাজ়
দেব আনন্দের সঙ্গে মুমতাজ়।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 7:09 PM

৬০ এবং ৭০-এর দশকের অত্যন্ত জনপ্রিয় বলিউড অভিনেত্রী মুমতাজ়। সে সময়কার একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তালিকায় ছিল ‘তেরে মেরে স্বপ্নে’ও। সেই ছবিতে দেব আনন্দের সঙ্গে জুটি বেঁধেছিলেন মুমতাজ়। পর্দায় রোমান্টিক যুগল হিসেবেই দেখা গিয়েছিল তাঁদের। এই জুটি দর্শকের বেশ ভাল লেগেছিল। তারপর আসে সেই ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’। তাতে মুমতাজ়কে দেব আনন্দের বোনের চরিত্র করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেই চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না মুমতাজ়। কেন বড় সুযোগ হাতছাড়া করেছিলেন অভিনেত্রী? জানিয়েছেন নিজেই।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মুমতাজ় জানিয়েছেন দেব আনন্দের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। তাঁকে ভালোবেসে ‘মুমজ়ি’ বলে ডাকতেন দেব আনন্দ। বলেছেন, “‘তেরে মেরে স্বপ্নে’ করার পর দেব আনন্দ ‘হরে রাম হরে কৃষ্ণ’র অফার নিয়ে তিনি আসেন আমার কাছে। কিন্তু ছবিটি আমি করিনি। ‘হরে রাম হরে কৃষ্ণ’র গল্প ছিল ভাই-বোনকে কেন্দ্র করে। দেব আনন্দ চেয়েছিলেন আমি তাঁর বোনের চরিত্রে অভিনয় করি। কিন্তু আমি রাজি হয়নি। কেন না ‘তেরে মেরে স্বপ্নে’তে নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করার পর ভাই-বোনের চরিত্রে আমি অভিনয় করতে চাইনি দেব আনন্দের সঙ্গে। তাঁকে কিছুতেই আমি দাদা হিসেবে দেখতে পারছিলাম না।

এমন ব্যাখ্যা শোনার পর কি হাল ছেড়ে দিয়েছিলেন দেব আনন্দ? মোটেই না। মুমতাজ়কে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন। বলেছিলেন যে, বোনের চরিত্র হলেও সেটি বেশ বড়। মুমতাজ়ের তাতে অভিনয় করা উচিত। কিন্তু নাছোড় বান্দা ছিলেন মুমতাজ়। কিছুতেই পর্দায় দেব আনন্দের বোনের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি। শেষমেশ হাল ছেড়ে দিয়েছিলেন দেব আনন্দ। মুমতাজ়কে সেই চরিত্রটিই করতে দিয়েছিলেন, যেটিতে তাঁর ভাল লাগে অভিনয় করতে। মুমতাজ় শান্তির চরিত্রটি বেছে নিয়েছিলেন। এবং অফার গিয়েছিল জ়িনাত আমানের কাছে। বাকিটা ইতিহাস।

হিন্দি জগতে ‘হরে রাম হরে কৃষ্ণ’ একটি কাল্ট ছবি। নায়ক-নায়িকার জুটির বাইরে বেরিয়ে কোনও ছবি যে ভাই-বোনের সম্পর্কের উপর তৈরি হতে পারে, তা দেখিয়েছিল এই ছবিটিই।

২০১১ সালে লন্ডনে মারা যান দেব আনন্দ। সময়টা কিছুতেই মনে করতে চান না মুমতাজ়। তিনি আজও মানতে পারেন না দেব আনন্দ এই পৃথিবীতে নেই। বলেছেন, “লন্ডনে আমার বাড়ি থেকে দেব আনন্দের হোটেলটি খুব একটা দূরে ছিল না।। তিনি সেই হোটেলেই মারা গিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়েও আমি সেদিন তাঁর সঙ্গে শেষ দেখা করতে যাইনি। আমি সেই দেব আনন্দকেই মনে রাখতে চেয়েছিলাম, যিনি চিরনবীন। আমার মনে আছে, অনেকেই আমাকে এসে ওইদিন দেখা করতে যেতে বলেছিলেন। কিন্তু আমি যাইনি। তাঁকে আমি এত ভালবাসতাম যে, ওইভাবে দেখতে পারতাম না।”