২৯ বছর আগে বাংলা আধুনিক গানের বদল এনেছিলেন মানুষটি। একটা আলাদা আবেগ, উন্মাদনা শুধু তাঁর গান নিয়ে নয়। গোটা মানুষটাকে নিয়ে আজও রয়েছে। তাঁর রাজনৈতিক ভাষা থেকে অবস্থান তা নিয়ে জনগণের উৎকণ্ঠা সীমাহীন। তিনি নচিকেতা চক্রবর্তী। পাড়ার রকের ভাষায় প্রেমের গান কে-ই বা এমন গাইতে-লিখতে পেরেছেন। ‘রাজশ্রী তোমার জন্য…মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়’ কিংবা ‘তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো, তবে পরোয়া করি না।’ বরাবরই ঠোঁটকাটা নচিকেতা। দামি ব্র্যান্ডের সিগারেট নয় আজও তাঁর কাছে বিড়ি প্রিয়। ডেবিট-ক্রেডিট কার্ড নেই। কোনও কিছুরই পরোয়া না করা নচিকেতা, লকডাউনে গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেনও। তবে সবই ফরমায়েশি গান।
তবে আর কয়েকদিনের মধ্যে শুধু গায়কের ‘বেশ’ ধরতে চলেছেন তাঁর নতুন গান ‘ছদ্মবেশী’-তে। না, তিনি শুধু গান গাইছেন। লিখেছেন এবং সুর করেছেন অভিনন্দন সরকার। নচিকেতার কথায় “অসাধারণ একটি গান। আমি গাইতে পেরেছি বলে আমার ভাল লাগছে। আমি জড়িয়ে আছি ভীষণ।”
সুরকার অভিনন্দনের বিষয়ে নচিকেতা বলেন, “অভিনন্দন, আমার আগুনপাখির এক সদস্য। আমার ছেলের মতো..সব অর্থেই। যদি আমাকে বলতেই হয় ‘বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে’সেক্ষেত্রে বাঁশিটা যদি কলম হয় তাহলে অবশ্যই অভিনন্দনের হাতে দিয়ে যাওয়া যায়।”
আরও পড়ুন Varun Dhawan: সিক্স প্যাক অ্যাবস! বড় চুল-দাঁড়িতে বরুণ যেন সত্যিকারের ‘নেকড়ে’!
২৯ বছর আগে বাংলা আধুনিক গানের বদল এনেছিলেন মানুষটি। একটা আলাদা আবেগ, উন্মাদনা শুধু তাঁর গান নিয়ে নয়। গোটা মানুষটাকে নিয়ে আজও রয়েছে। তাঁর রাজনৈতিক ভাষা থেকে অবস্থান তা নিয়ে জনগণের উৎকণ্ঠা সীমাহীন। তিনি নচিকেতা চক্রবর্তী। পাড়ার রকের ভাষায় প্রেমের গান কে-ই বা এমন গাইতে-লিখতে পেরেছেন। ‘রাজশ্রী তোমার জন্য…মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়’ কিংবা ‘তুমি কি আমায় ভালোবাসো? যদি না বাসো, তবে পরোয়া করি না।’ বরাবরই ঠোঁটকাটা নচিকেতা। দামি ব্র্যান্ডের সিগারেট নয় আজও তাঁর কাছে বিড়ি প্রিয়। ডেবিট-ক্রেডিট কার্ড নেই। কোনও কিছুরই পরোয়া না করা নচিকেতা, লকডাউনে গান লিখেছেন, সুর করেছেন, গেয়েছেনও। তবে সবই ফরমায়েশি গান।
তবে আর কয়েকদিনের মধ্যে শুধু গায়কের ‘বেশ’ ধরতে চলেছেন তাঁর নতুন গান ‘ছদ্মবেশী’-তে। না, তিনি শুধু গান গাইছেন। লিখেছেন এবং সুর করেছেন অভিনন্দন সরকার। নচিকেতার কথায় “অসাধারণ একটি গান। আমি গাইতে পেরেছি বলে আমার ভাল লাগছে। আমি জড়িয়ে আছি ভীষণ।”
সুরকার অভিনন্দনের বিষয়ে নচিকেতা বলেন, “অভিনন্দন, আমার আগুনপাখির এক সদস্য। আমার ছেলের মতো..সব অর্থেই। যদি আমাকে বলতেই হয় ‘বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে’সেক্ষেত্রে বাঁশিটা যদি কলম হয় তাহলে অবশ্যই অভিনন্দনের হাতে দিয়ে যাওয়া যায়।”
আরও পড়ুন Varun Dhawan: সিক্স প্যাক অ্যাবস! বড় চুল-দাঁড়িতে বরুণ যেন সত্যিকারের ‘নেকড়ে’!