Sana Khan: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হিড়হিড় করে টানছেন! তুলোধনা সানার স্বামীকে, কী ঘটেছিল?

Sana Khan: হাজির ছিলেন প্রাক্তব বিগবস প্রতিযোগী ও প্রাক্তন অভিনেত্রী সানা খান। ছিলেন তাঁর স্বামী মুফতি আনাস সইদ। কিন্তু পার্টিতে এক ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়।

Sana Khan: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হিড়হিড় করে টানছেন! তুলোধনা সানার স্বামীকে, কী ঘটেছিল?
'এ কেমন ব্যবহার?'
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 12:31 PM

বি টাউনের সবচেয়ে বড় ইফতার পার্টি ছিল কাল অর্থাৎ রবিবার। বাবা সিদ্দিকী আয়োজিত ওই পার্টিতে সলমন খান থেকে শুরু করে শাহরুখ খান… হাজির ছিলেন সকলেই। হাজির ছিলেন প্রাক্তব বিগবস প্রতিযোগী ও প্রাক্তন অভিনেত্রী সানা খান। ছিলেন তাঁর স্বামী মুফতি আনাস সইদ। কিন্তু পার্টিতে এক ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড়। সানার স্বামীর ‘ব্যবহার’ দেখে কার্যত তুলোধনা করছে নেটিজেনদের একটা বড় অংশ। এই মুহূর্তে সানা অন্তঃসত্ত্বা। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সানার মুখে চোখে ক্লান্তি, তিনি কিছুতেই হাঁটতে পারছেন না। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে হাঁটতেও বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। এমতাবস্থায় তাঁর স্বামী তাঁকে কার্যতই হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন। এর পরেই এসেছে মন্তব্য। একজন লিখেছেন, “এ আবার কি ধরনের ব্যবহার? এভাবে কেউ টেনে নিয়ে যায়?” অনেকেই আবার মনে করছেন, ক্যামারে থেকে স্ত্রীকে আড়াল করতেই নাকি ওভাবে টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এই নিয়ে যখন জোর হইচই তখন মুখ খুললেন সানা নিজেই।

স্বামী তাঁকে টেনে নিয়ে যাচ্ছেন, এ যুক্তির সঙ্গে মোটেও তিনি সহমত নন। তিনি বলেন, “এই মাত্র এই ভিডিয়োটি দেখলাম। গোটা ভিডিয়োটা যেভাবে তোলা হয়েছে, আমি জানি বড্ড অদ্ভুত দেখাচ্ছে। আমরা গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমায়। ভীষণ ঘাম হচ্ছিল। দাঁড়িয়ে থাকতেও মারাত্মক অসুবিধে হচ্ছিল। ” সানা যোগ করেন, “সেই কারণেই আমাএর স্বামী ওখান থেকে আমাকে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে আমি একটু খোলা বাতাসে শ্বাস নিতে পারি, একটু জল খেতে পারি।”

ওভাবে দৌড়ে যাওয়ার মানে কী? সে উত্তরও দিয়েছেন সানা। তাঁর যুক্তি, বাকি তারকাদের ছবি তুলছিলেন পাপারাৎজি। তাঁদের কারণে বাকিদের কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেই কারণেই ওখান থেকে তাড়াতাড়ি চলে আসেন তাঁরা। তাঁর মতে এই হল গোটা ঘটনা। কেউ যেন নিজে কিছু অনুমান করে না নেন, সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, একসময় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সানা খান। কিন্তু হঠাৎ করেই সব ছেড়ে ছুড়ে দিয়ে আপাতত তিনি মন দিয়েছে ধর্মে কর্মে। খুব শীঘ্রই মা হবেন তিনি।