AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেরির অলিম্পক সফর শেষে কী বললেন অনস্ক্রিন ‘মেরি কম’ প্রিয়াঙ্কা?

Priyanka Chopra Mary Kom: টোকিও অলিম্পিকে মেরির হার বৃহৎ প্রেক্ষাপটে আসলে হার নয়। তিনি অজান্তেই বহু মহিলাকে অনুপ্রাণিত করেন বলে মনে করেন প্রিয়াঙ্কা।

মেরির অলিম্পক সফর শেষে কী বললেন অনস্ক্রিন ‘মেরি কম’ প্রিয়াঙ্কা?
মেরি কম এবং প্রিয়াঙ্কা চোপড়া।
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 4:24 PM
Share

মেয়েদের বক্সিংয়ে প্রিকোয়ার্টারেই টোকিওর যাত্রা শেষ করেছেন ভারতের তারকা বক্সার মেরি কম। কিন্তু তাতে মেরির জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং প্রকাশ্যে তাঁর কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যিনি বলিউডের অনস্ক্রিন মেরি কম।

২০১৪-এ মেরি কম-এর বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। সে ছবি জাতীয় পুরস্কারও লাভ করে। ওমঙ্গ কুমার পরিচালিত সঞ্জয় লীলা ভনসালীর প্রোডাকশনের সে ছবিতে দর্শন কুমার, সুনীল থাপা অভিনয় করেছিলেন। বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও কী ভাবে নিজের প্যাশন দিয়ে স্বপ্নকে সত্যি করেছেন মেরি, সে জার্নি স্পষ্ট হয়ে উঠেছিল প্রিয়াঙ্কার অভিনয়ে। তাই টোকিও অলিম্পিকে মেরির হার বৃহৎ প্রেক্ষাপটে আসলে হার নয়। তিনি অজান্তেই বহু মহিলাকে অনুপ্রাণিত করেন বলে মনে করেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা গত বৃহস্পতিবার মেরির উদ্দেশ্যে টুইট করেছেন, “আসল চ্যাম্পিয়নকে এমনই দেখতে। একাগ্রতা এবং ভালবাসা দিয়ে কী ভাবে লক্ষ্যে পৌঁছনো যায়, তা তুমি আমাদের দেখিয়েছ। তুমি প্রতিবার আমাদের অনুপ্রাণিত করেছ, গর্বিত করেছ।”

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্চ পদকপ্রাপ্ত মেরি কম প্রিকোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রিও অলিম্পিকে ব্রোঞ্চ পাওয়া কলম্বিয়ার বক্সার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে। কলম্বিয়ান প্রতিপক্ষের কাছে ২-৩ ব্যবধানে হেরে শেষ হল মেরির টোকিও সফর। মেয়েদের ফ্লাইওয়েট ৫২ কেজি বিভাগের প্রথম রাউন্ডে পাঁচ বিচারকের মধ্যে চারজন এগিয়ে রাখেন ভ্যালেন্সিয়াকে। একজন রায় দেন মেরির পক্ষে। দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে তিনজন বিচারক মেরিকে এগিয়ে রাখেন। দুজন ভ্যালেন্সিয়ার পক্ষে বলেন। শেষের দুই রাউন্ডে এগিয়ে ছিলেন মেরি। তা সত্ত্বেও তিন রাউন্ড মিলিয়ে পয়েন্টের নিরিখে তিন বিচারককে ভ্যালেন্সিয়া পাশে পেয়ে যান।

তিন রাউন্ডের বাউটের মধ্যে ২ রাউন্ড মেরি কম জিতেও কোয়ার্টার ফাইনালে উঠলেন না। বাউটের শেষে মেরি বলেন, “আমি জানি না কী হল। আমি মনে করি প্রথম রাউন্ডে আমরা দু’জনই আমাদের স্ট্র্যাটেজি কাজে লাগানোর চেষ্টা করেছিলাম এবং পরের দুটো রাউন্ডে আমি জিতেছিলাম।” কেরিয়ারের শেষ অলিম্পিকে খালি হাতে ফিরতে হল ভারতের সুপারস্টার বক্সার মেরি কমকে।

আরও পড়ুন, নিজের জন্মদিনে ছেলের প্রথম ছবি শেয়ার করলেন প্রিয়ম