Nazrul-Rahman: ‘জানতাম না যে…’, মুখ খুললেন রহমানের ‘কারার ওই লৌহ কপাট’-এর বাঙালি গায়ক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 10, 2023 | 2:03 PM

Nazrul-Rahman: ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম। কবি নজরুলের কালজয়ী গানকে বিকৃত করেছেন এ আর রহমান-- অভিযোগ এমনটাই। রহমানের কম্পোজিশনে 'কারার ওই লৌহ কপাট'-এ রয়েছেন একগুচ্ছ বাঙালি গায়ক। যাঁদের মধ্যে অন্যতম রাহুল দত্ত। সকালে তিনি ফোনে অধরা থাকলেও বেলা গড়াতেই টিভিনাইন বাংলার সঙ্গে কথা হল রাহুলের। চলতে থাকা বিতর্ক, সমালোচনা নিয়ে কী বক্তব্য তাঁর?

Follow Us

ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম। কবি নজরুলের কালজয়ী গানকে বিকৃত করেছেন এ আর রহমান– অভিযোগ এমনটাই। রহমানের কম্পোজিশনে ‘কারার ওই লৌহ কপাট’-এ রয়েছেন একগুচ্ছ বাঙালি গায়ক। যাঁদের মধ্যে অন্যতম রাহুল দত্ত। সকালে তিনি ফোনে অধরা থাকলেও বেলা গড়াতেই টিভিনাইন বাংলার সঙ্গে কথা হল রাহুলের। চলতে থাকা বিতর্ক, সমালোচনা নিয়ে কী বক্তব্য তাঁর?

রাহুলের কথায়, “২০২১ সালে রেকর্ড করা হয়েছিল গানটা। রহমান স্যরের টিম থেকে একজন আমায় ফোন করেন। তিনি বলেন, খুব আর্জেন্ট একটা গান চাই। তবে তখনও কী গান হচ্ছে, কী না হচ্ছে, সে সব তিনি আমায় বলেননি। জানতাম না। বলেছিলেন,  স্টুডিয়ো লাগবে, এতজন গায়ক লাগবে। সেই রাতেই আমি সব গায়কদের জোগাড় করি। আমাদের সারা রাত ধরে মোটামুটি রেকর্ড হয় সেদিন। স্টুডিয়ো যাওয়ার পর রহমান স্যর ভিডিয়ো কলে আসেন। তিনি তখন বলে দেন, কী করে কী গাইতে হবে।”

রাহুল যোগ করেন, “তখনও আমি জানি না কোন ছবিতে আসছে, কবে আসছে। স্যর যেভাবে বলেছিলেন আমরা সেই ভাবেই গেয়েছিলাম। নির্মাতা যা চাইবেন সেটাই শিল্পীর করা উচিৎ বলে জানি। ক’দিন আগে জানতে পারি যে, গানটা অবশেষে মুক্তি পাচ্ছে। কিছু পেপার ওয়ার্কস বাকি ছিল সেগুলো হল। গানটা নিয়ে কথা হচ্ছে। ভাল নাকি খারাপ সে ব্যাপারে যেতে চাই না। রহমান স্যরের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, আরও বাঙালিরা সুযোগ পেয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা।”

ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম। কবি নজরুলের কালজয়ী গানকে বিকৃত করেছেন এ আর রহমান– অভিযোগ এমনটাই। রহমানের কম্পোজিশনে ‘কারার ওই লৌহ কপাট’-এ রয়েছেন একগুচ্ছ বাঙালি গায়ক। যাঁদের মধ্যে অন্যতম রাহুল দত্ত। সকালে তিনি ফোনে অধরা থাকলেও বেলা গড়াতেই টিভিনাইন বাংলার সঙ্গে কথা হল রাহুলের। চলতে থাকা বিতর্ক, সমালোচনা নিয়ে কী বক্তব্য তাঁর?

রাহুলের কথায়, “২০২১ সালে রেকর্ড করা হয়েছিল গানটা। রহমান স্যরের টিম থেকে একজন আমায় ফোন করেন। তিনি বলেন, খুব আর্জেন্ট একটা গান চাই। তবে তখনও কী গান হচ্ছে, কী না হচ্ছে, সে সব তিনি আমায় বলেননি। জানতাম না। বলেছিলেন,  স্টুডিয়ো লাগবে, এতজন গায়ক লাগবে। সেই রাতেই আমি সব গায়কদের জোগাড় করি। আমাদের সারা রাত ধরে মোটামুটি রেকর্ড হয় সেদিন। স্টুডিয়ো যাওয়ার পর রহমান স্যর ভিডিয়ো কলে আসেন। তিনি তখন বলে দেন, কী করে কী গাইতে হবে।”

রাহুল যোগ করেন, “তখনও আমি জানি না কোন ছবিতে আসছে, কবে আসছে। স্যর যেভাবে বলেছিলেন আমরা সেই ভাবেই গেয়েছিলাম। নির্মাতা যা চাইবেন সেটাই শিল্পীর করা উচিৎ বলে জানি। ক’দিন আগে জানতে পারি যে, গানটা অবশেষে মুক্তি পাচ্ছে। কিছু পেপার ওয়ার্কস বাকি ছিল সেগুলো হল। গানটা নিয়ে কথা হচ্ছে। ভাল নাকি খারাপ সে ব্যাপারে যেতে চাই না। রহমান স্যরের সঙ্গে আমি কাজ করতে পেরেছি, আরও বাঙালিরা সুযোগ পেয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা।”

Next Article