AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajamouli-Karan Johar: ‘তুমি আমাকে কী দিয়েছ করণ?’ রাজামৌলীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া

RRR Hindi Rights: 'আরআরআর'-এর এই সাফল্যের মাঝে দারুণ ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, ছবির পরিচালক রাজামৌলী রীতিমতো রোস্ট করছেন করণ জোহরকে।

Rajamouli-Karan Johar: 'তুমি আমাকে কী দিয়েছ করণ?' রাজামৌলীর মন্তব্যে তোলপাড় নেটপাড়া
রাজামৌলী এবং করণ জোহর।
| Edited By: | Updated on: Jan 17, 2023 | 2:33 PM
Share

সম্প্রতি বিশ্বজোড়া নাম হয়েছে এসএস রাজামৌলীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আরআরআর’-এর। ২০২৩ সালের গোল্ডেন গ্লোভস অ্যাওয়ার্ডের ছবির গান ‘নাট্টু নাট্টু’ পেয়েছে সেরার পুরস্কার। হারিয়েছে টেলার সুইফ্ট, লেডি গাগাদের মতো বিশ্ববরেণ্য পশ্চিমী তারকাদের। ‘আরআরআর’-এর এই সাফল্যের মাঝে দারুণ ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে, ছবির পরিচালক রাজামৌলী রীতিমতো রোস্ট করছেন করণ জোহরকে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, করণ জোহর বেশ অবাক হয়ে বলছেন, ‘বাহুবলী’র দুটি ছবির মতো রাজামৌলী তাঁকে উপস্থাপনা করতে দেননি ‘আরআরআর’। ঘটনাটি ঘটে একটি অনুষ্ঠানে। রাজামৌলীরে করণ সরাসরি জিজ্ঞেসও করেন, কেন তাঁকে ‘আরআরআর’-এর হিন্দি রাইটস দেননি তিনি?

এর জবাব তৈরি ছিল রাজামৌলীর কাছে। পরিচালক জানান, ‘বাহুবলী’র প্রযোজক হিসেবে কোটি-কোটি টাকা রোজগার করেছেন করণ। এমন পরিস্থিতিতে পরিচালকরা প্রযোজকদের থেকে কিছু উপহার প্রত্যাশা করেন। রাজামৌলীর সেই প্রত্যাশা মেটাতে পারেননি করণ। রাজামৌলী বলেছেন, “তুমি আমাকে কী দিয়েছ করণ? কেবল তোমার টক শোতে আমন্ত্রণ জানিয়েছ। একটা আইফোন আর একটা ব্লুটুথ স্পিকার দিয়েছ মাত্র। পরিবর্তে আশা করেছ আমি তোমাকে ‘আরআরআর’-এর হিন্দি রাইট দেব! জয়ন্তীলাল স্যারকে দেখো, তিনি আমাকে বান্দ্রায় একটি সি ফেসিং ফ্ল্যাট উপহার দেবেন বলেছেন।”

এই পুরনো ভিডিয়োটি এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়। বিপুল শেয়ার হয়েছে রাজমৌলীর মন্তব্য। এই মুহূর্তে সপ্তম স্বর্গে আছেন রাজামৌলী। ‘লার্জার দ্য়ান লাইফ’ ছবি তৈরি করার জন্য লাইমলাইটে এসেছেন। তিনি এখন ভারতের এক নম্বর পরিচালক হিসেবে পরিচিত।