Biplab Chatterjee: আত্মজীবনীতে মিথ্যা কিছু লিখিনি, তাতে হয়তো কারও-কারও কাছে আরও বিরক্তভাজন হব: বিপ্লব চট্টোপাধ্যায়
Ami Biplab: সব পরিকল্পনা মতো চললে আসন্ন বইমেলাতেই মুক্তি পাবে বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের আত্মজীবনী 'আমি বিপ্লব'।
চিরকালের স্পষ্টবক্তা বিপ্লব চট্টোপাধ্যায় এবারের বইমেলায় প্রকাশ করতে চলেছেন তাঁর আত্মজীবনী ‘আমি বিপ্লব’। আত্মজীবনী সম্পর্কে কথা বলতে গিয়ে বিপ্লব TV9 বাংলাকে বলেছেন, “যা-যা আত্মজীবনীতে লিখেছি, কোনওটাই মিথ্যা নয়। তাতে আরও কিছু মানুষের কাছে আরও বিরক্তভাজন হব আমি”। এই ৭৫ বছর বয়সে কাজ অনেকটা কমিয়ে এনেছেন বিপ্লব। তাও সিরিয়ালে অভিনয় থামাননি। থিয়েটার নিয়ে কাজ করেন নিত্য়। তার মধ্যেই শেষ করেছেন নিজের জীবনীর এই বইটি।
১৯৪৭ সালের ৮ জুলাই জন্ম অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়ের। মূলত সিনেমা এবং সিরিয়ালেই অভিনয় করেছেন আজীবন। মঞ্চ তাঁর বিশেষ ভালবাসার জায়গা। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনয়ে আত্মপ্রকাশ বিপ্লবের। তারপর বহু ছবিতে কাজ করেছেন চুটিয়ে। সে সময়কার ডাকসাইটে ‘ভিলেন’ বলতে যা বোঝায়, বিপ্লব ছিলেন ঠিক তাই। তাঁকে দেখে দর্শকের শরীরে জ্বালা ধরত, এতটাই ‘শয়তানি’ করতেন পর্দায়।
কিন্তু বাস্তবজীবনে বিপ্লব ঠিক উল্টো। তিনি একেবারে মাটির মানুষ। একবার লক্ষ্য করেছিলেন, এক মা তাঁকে দেখিয়ে বাচ্চাকে ভয় দেখাচ্ছিলেন। সেদিন খুব কষ্ট পেয়েছিলেন বিপ্লব। বিপ্লব জানিয়েছেন, তাঁর আত্মজীবনীতে কর্মজীবন, ব্যক্তিজীবনের সব ঘটনাই বর্ণিত থাকবে।
কমিউনিস্ট পার্টির হয়ে রাজনীতির ময়দানে নেমেছিলেন বিপ্লব। ভোটে দাঁড়িয়েছিলেন এক সময়। সে সব যদিও এখন সবই অতীত। তবে এই মুহূর্তে তাঁর আত্মজীবনীর আত্মপ্রকাশের দিকে তাকিয়ে আছেন বিপ্লব।