Sushmita Sen: মিস ইউনিভার্স জেতার পর সেই ঐতিহাসিক হাসির রহস্য ফাঁস সুস্মিতার, নেপথ্যে ছিলেন এক পুরুষ

Sushmita Sen: বর্তমানে ওটিটি প্লাটফর্মে বেশ কিছু ভাল-ভাল কাজ করছেন সুস্মিতা। 'আরিয়া' ওয়েব সিরিজ়ের প্রত্যেকটি সিজ়নই দারুণ ফল করেছেন। মুক্তি পেয়েছে 'তালি'। সেখানেও অনবদ্য সুস্মিতা। মাসখানেক আগে বুকের স্টেইন বসেছিল বিশ্বসুন্দরীর। অল্পদিনের মাথায় সুস্থ হয়ে শরীরচর্চাও শুরু করেছিলেন প্রথম ভারতীয় মিস ইউনিভার্স।

Sushmita Sen: মিস ইউনিভার্স জেতার পর সেই ঐতিহাসিক হাসির রহস্য ফাঁস সুস্মিতার, নেপথ্যে ছিলেন এক পুরুষ
প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স খেতাব জেতার পর সুস্মিতা সেন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 11:24 AM

সেই সময় ছোট ছিলেন সুস্মিতা সেন। প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। টিভিতে শিরোনাম হিসেবে উঠে এসেছিল ‘স্পেসে গেলেন প্রথম ভারতীয়’। রাকেশ শর্মার মহাকাশে যাওয়ার ঘটনাটি দারুণ ভাবে উদ্বুদ্ধ করেছিল সুস্মিতাকে। তাঁর বাবা সেদিন তাঁকে বলেছিলেন, ভারতীয় হিসেবে প্রথম এমন কিছু করতে হবে, যাতে মানুষ তাঁকে মনে রাখেন। তারপর নিজের লক্ষ্য ঠিক করতে থাকেন সুস্মিতা।

একসময় মিস ইন্ডিয়া খেতাব পেয়েছিলেন তিনি। মিস ইউনিভার্স যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জানতে পেরেছিলেন, তিনি যদি সেই খেতাব জেতেন, তা হলে ভারতীয় হিসেবে প্রথম মিস ইউনিভার্স হবেন তিনিই। ‘ভারতীয় হিসেবে প্রথম’–এই কথাটা তাঁকে ফের মনে করিয়ে দেয় রাকেশ শর্মার কথা। তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ, যখন সত্যি-সত্যি সুস্মিতার মাথায় উঠে আসে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট। এবং তাঁর মুখে ফুটে ওঠে সেই ঐতিহাসিক হাসি।

সুস্মিতা বলেছেন, “আমার সেদিনের সেই হাসির নেপথ্যে কারণ ছিলেন রাকেশ শর্মার স্পেস-জয়। খুব ছোটবেলায় আমি যে স্বপ্ন দেখেছিলাম, তা সেদিন পূরণ হয়েছিল। আমার মনে হয়েছিল, গোটা ব্রহ্মাণ্ড আমাকে সেই লক্ষ্য পাইয়ে দিতে সহায়তা করেছিল। মনে হয়েছিল রাকেশ শর্মা স্পেসে গিয়েছিলেন, আমি তো ইউনিভার্স পেয়ে গিয়েছি।”

বর্তমানে ওটিটি প্লাটফর্মে বেশ কিছু ভাল-ভাল কাজ করছেন সুস্মিতা। ‘আরিয়া’ ওয়েব সিরিজ়ের প্রত্যেকটি সিজ়নই দারুণ ফল করেছেন। মুক্তি পেয়েছে ‘তালি’। সেখানেও অনবদ্য সুস্মিতা। মাসখানেক আগে বুকের স্টেইন বসেছিল বিশ্বসুন্দরীর। অল্পদিনের মাথায় সুস্থ হয়ে শরীরচর্চাও শুরু করেছিলেন প্রথম ভারতীয় মিস ইউনিভার্স।