AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেরিয়ার শেষ করেছে সলমন! অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ‘দাবাং’ পরিচালকের

সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্য়ুর পর শুধু কঙ্গনা রানাওয়াত নন, বলিউডে নেপোটিজমের প্রসঙ্গ তুলেছিলেন পরিচালক অভিনব কাশ্যপও। তখনই সলমন খান ও তাঁর পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনব।

কেরিয়ার শেষ করেছে সলমন! অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'দাবাং' পরিচালকের
| Updated on: Sep 08, 2025 | 1:44 PM
Share

মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ যে সলমনের কথায় ওঠে-বসে, তা বহুবার বলিউড গুঞ্জনে কান পাতলে শোনা যায়। তবে এবার সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, দাবাং ছবির পরিচালক অভিনব কাশ্যপ। অভিনব স্পষ্ট জানালেন, তাঁর কেরিয়ার নষ্ট করেছেন খান পরিবার!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্য়ুর পর শুধু কঙ্গনা রানাওয়াত নন, বলিউডে নেপোটিজমের প্রসঙ্গ তুলেছিলেন পরিচালক অভিনব কাশ্যপও। তখনই সলমন খান ও তাঁর পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন অভিনব। তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে টিকতে হলে সলমন ও তাঁর পরিবারের কথা মেনেই চলতে হবে। নাহলেই মুশকিল। অভিনবের অভিযোগ, তাঁর কেরিয়ারও নষ্ট করেছেন সলমন খান। তাঁর কথামতো ছবি না বানানোর কারণেই নাকি, তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে দেন না সলমন।

২০১০ সালে সলমন খানকে নিয়ে দাবাং ছবি তৈরি করেছিলেন অভিনব কাশ্যপ। এই ছবি থেকেই বলিউডে পা রেখেছিলেন সোনাক্ষী সিনহা। বক্স অফিসে দারুণ হিট করেছিল ছবি। তারপর রণবীর কাপুরকে নিয়ে অভিনব তৈরি করেন বেশরম। তবে এই ছবি ফ্লপ হয়। তারপর থেকেই প্রায় গায়েব হয়ে যান অভিনব।