যাঁদের ক্যামেরার সামনে রোজ হাসতে দেখেন, কাঁদতে দেখেন, লোককে মনোরঞ্জন করতে দেখেন, তাঁদেরও একটা ব্যক্তিজীবন আছে। তাঁদেরও দুঃখ আছে জীবনে। সেই তারকাদের ব্যক্তিজীবন নিয়ে লোকের আগ্রহও বিপুল। সেই বিখ্যাতদের মধ্য়ে অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত। বিগত আড়াই দশক ধরে সিনেমায়, সিরিয়ালে মানুষকে মনোরঞ্জন করে চলেছেন দেবলীনা। হাসি মুখে। তিনি ভালবেসে বিয়ে করেছিলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়কে। তথাগতর সঙ্গে দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবন ছিল দেবলীনার। সুখী দাম্পত্য। তাঁরা আলাদা-আলাদা থাকেন এখন। তথাগতর সঙ্গে অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্য়ায়ের (তথাগত পরিচালিত ‘ভটভটি’ ছবিতে বিবৃতি অভিনয় করেছিলেন নায়িকার চরিত্রে। সেই থেকে তাঁদের সম্পর্ক) সম্পর্কের কারণেই ঘর ভেঙেছে দেবলীনার। কিন্তু জানেন কি, তথাগতকে বিয়ে করার আগে দেবলীনা আরও একবার কনে সেজেছিলেন। সিনেমায় নয়, সিরিয়ালে নয়। বাস্তবে। বিয়ে বাড়ি সেজে ওঠে। সানাই বাজে। আর দেবলীনা? তিনি অপেক্ষায় ছিলেন প্রেমিক তাঁকে বিয়ে করবেন। কিন্তু তারপর…
…তারপর বর আর এলেন না। হতবাক দেবলীনা এই ঘটনার বর্ণনা দিয়েছিলেন একটি টকশোতে এসে। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শোতে এসে দেবলীনা জানিয়েছিলেন, তিনি কনের সাজে অপেক্ষা করছিলেন প্রেমিকের। সেদিনই প্রেমিকের সঙ্গে তাঁর বিয়ের আয়োজন করেছিল পরিবার। আমন্ত্রিতরা আসা শুরু করেছিলেন। খাওয়াদাওয়া শুরু করে দিয়েছিলেন। উপহার পাচ্ছিলেন দেবলীনা। কিন্তু তাঁকে বিয়ে করতে সেই প্রেমিক এলেন না। এলেন না তো এলেনই না। এই অপমান বুকে পাথরের মতো চেপে রেখে অনেকগুলি দিন কাটিয়েছিলেন দেবলীনা। কেন সেই প্রেমিক দেবলীনাকে বিয়ে করতে এলেন না, সেদিন তাঁর বাড়ি থেকে দেবলীনার পরিবারকে সে কথা জানানোর প্রয়োজনই মনে করেননি কেউ।
দেবলীনা জানিয়েছিলেন, তিনি চাইলেই হতাশায় ডুবে যেতে পারতেন। প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু এর কোনওটাই তিনি করেননি। তিনি ক্ষমা করে দিয়েছিলেন সেই প্রেমিককে। তার অনেকগুলো বছর পর জীবনে তথাগত আসেন। কিন্তু সেই বিয়েটাও ভেঙে গিয়েছে। অনেক ধরনের থেরাপির মধ্য়ে দিয়ে গিয়েছেন দেবলীনা। তথাগতর সঙ্গে কাটানো দাম্পত্যের ৯ বছর তিনি জীবনের সেরা সময় মনে করেন। TV9 বাংলাকে বলেছেন, “তথাগতকে ভালবাসার জন্য আমার তথাগতকেই দরকার নেই।”