‘আমি জামাই চাইনি, ছেলে চেয়েছিলাম, কিন্তু…’, কোন সত্য সামনে আনলেন দেবলীনার মা?
দেবলীনার শশ্বুরবাড়িক তরফ থেকে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে ফেসবুক লাইভে এসে পুরো পরিস্থিতির কথা সামনে আনলেন দেবলীনার মা। যাঁকে ঘিরে দেবলীনার সংসারে অশান্তি ঝড়, সেই মা কান্নায় ভেঙে পড়ে বললেন, 'আমি ভিলেন হতে চাই না'।

সূত্র বলছে, গায়িকা দেবলীনা নন্দী এই মুহূর্তে অনেকটাই সুস্থ রয়েছেন। তবে শারীরিক দিক থেকে সুস্থ হলেও, দেবলীনা মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছেন। অন্যদিকে, দেবলীনার শ্বশুরবাড়ির তরফ থেকে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে ফেসবুক লাইভে এসে পুরো পরিস্থিতির কথা সামনে আনলেন দেবলীনার মা। যাঁকে ঘিরে দেবলীনার সংসারে অশান্তি ঝড়, সেই মা কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘আমি ভিলেন হতে চাই না’।
সোমবার সকাল থেকেই সোশাল মিডিয়া উত্তাল সোশাল মিডিয়া সেনসেশন ও গায়িকা দেবলীনা নন্দীর খবরে। খবর অনুযায়ী, দাম্পত্য জীবনে অশান্তির কারণেই ঘুমের ওষুধ খেয়েছিলেন দেবলীনা। তবে এখন তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। দেবলীনার অভিযোগ, তাঁর স্বামী প্রবাহ নন্দী স্পষ্টা তাঁকে জানিয়ে ছিলেন, মাকে ছেড়ে দিতে হবে। বেছে নিতে হবে নয় স্বামী, নয় মা। ফেসবুকে লাইভে এসে দেবলীনা বলেছিলেন, ভিডিওর শেষ দিকে তিনি অত্যন্ত ভেঙে পড়েন এবং বলেন, “আমি অনেক চেষ্টা করেছিলাম লড়তে, কিন্তু আজ আমি হেরে গেলাম। একা লড়াই করা খুব কঠিন। আমার মনে হয় আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই। সমাজ বা চারপাশের পরিস্থিতি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না।” আর এবার গোটা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দেবলীনার মা।
কী বললেন তিনি?
দেবলীনার মায়ের কথায়, ”আমি জামাই চাইনি, ছেলে চেয়েছিলাম। তাই প্রবাহকে বলেছিলাম, তুমি আমার বড় ছেলে হয়ে এসো। আজ থেকে জানব আমার পাঁচ ছেলেমেয়ে। প্রথম দিকে সব ঠিকই ছিল। বুঝতে পারিনি, কীভাবে এত ঝড় উঠল। দুটো ফ্যামিলি আমরা খুব মজা করতাম। বন্ধুর মতো মিশতাম। ভালই লাগত। দুটো ফ্যামিলি আনন্দ করতাম। কিন্তু এই আনন্দের মধ্যে যে আমাকে নিয়ে কষ্ট, অসুবিঝা তা বুঝতে পারিনি। আমার জন্য যে মেয়ে এত কষ্ট পাবে, মেয়েকে বার বার শুনতে হবে, মাকে ছাড়তে হবে, তা কোনওদিন ভাবিনি। আমি কখনই চাইনি আমার মেয়ের সংসার ভাঙুক। কোনও মা-ই তা চায় না। মেয়েকে সংসার করতে দিতেই হবে। আমার মন একেবারে ঠিক নেই। এই পরিস্থিতিতে কোনও মায়ের মনের অবস্থা ঠিক থাকে না। আমার মেয়ে নাটক করেনি, অনেক কষ্ট পেয়েছে বলেই করেছে। আমি এখনও চাই, মেয়ে ভাল করে সংসার করুক। ভাল থাকুক।”
