দীপিকার চোখে ‘সর্বনাশ’ দেখছেন রণবীর

শুভঙ্কর চক্রবর্তী |

Mar 24, 2021 | 11:46 PM

একে অপরের প্রেমে বিভোর দু’জনে। হবে না-ই বা কেন! ‘কাপল গোল’ দেওয়া যুগল তাঁরা। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

দীপিকার চোখে সর্বনাশ দেখছেন রণবীর
দীপবীর।

Follow Us

সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখে ছিলাম আমার সর্বনাশ। রণবীরের পোস্ট করা ছবিতে তাঁদের সম্পর্ক যেন আরও এক মাত্রা পেল। একে অপরের প্রেমে বিভোর দু’জনে। হবে না-ই বা কেন! ‘কাপল গোল’ দেওয়া যুগল তাঁরা। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অফ স্ক্রিন হোক বা অন স্ক্রিন তাঁদের কেমিস্ট্রি জমাটি। ফ্যানদের কাছে তাঁরা এতটাই জনপ্রিয় যে তাঁরা ভালবেসে নামও দিয়ে দিয়েছেন—‘দীপবীর’। রণবীর সিংয়ের পোস্টে আরও প্রকট হল যুগলের প্রেম।

 

আরও পড়ুন লক্ষ্যভেদ তাঁকে করতেই হবে ‘অশ্বথামাকে’! প্রস্তুতি চলছে ‘কৌশলে’

 

দীপিকার সঙ্গে ছবি পোস্ট করেছেন রণবীর। ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী দীপিকার মুখ থেকে একটিবারের জন্য চোখ ফেরাতে পারছেন না রণবীর। ‘খিলজি’ পরে আছেন বেগুনি রঙের টি-শার্ট এবং ব্লু ডেনিম জিনস। অন্য দিকে দীপিকা রয়েছেন অফ-হোয়াইট টি শার্ট এবং ব্লু জিনস। একটি নয় মোট তিনটি ছবি পোসট করেছেন রণবীর। বাকি দুই ছবিতে রণবীর-দীপিকার সঙ্গে রয়েছেন আরও দু’জন।

 

 

দীপিকাও তাঁর সুদর্শন স্বামীর প্রেমে ডুবে রয়েছেন। কমেন্টে তিনি লেখেন, ‘টু হ্যান্ডসাম’।
রণবীর এবং দীপিকাকে একসঙ্গে দেখা যাবে কবীর খানের স্পোর্টস ড্রামা ‘এইট্টি থ্রি’তে। সূত্রের খবর, রোহিত শেট্টির ‘সার্কাস’-এও একসঙ্গে দেখা দিতে পারে বলিউডের অন্যতম সেলিব্রেটেড কাপল। রোহিতের ছবিতে দীপিকা-রণবীর ছাড়াও রয়েছেন পূজা হেগড়ে, বরুণ শর্মা এবং জ্যাকলিন ফার্নান্ডেজ। রণবীরের ঝুলিতে রয়েছে আরও এক ছবি, ‘জয়েশভাই জোরদার’।

Next Article