AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK-Deepika: শাহরুখের সঙ্গে প্রথম দেখা, কেন আগে থেকে সাদা সালোয়ার কিনেছিলেন দীপিকা?

Deepika Padukone 1st meeting with Shah Rukh Khan: সময়টা ২০০৫-০৬ এর। প্রথম বার কিং খানের সঙ্গে দেখা হয় দীপিকা পাড়ুকোনের। সেই সাক্ষাতের অনুভূতি আজও ভোলেননি বলি ডিভা দীপিকা। শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা করতে যাওয়ার আগে বেশ চাপে ছিলেন দীপিকা। কী পোশাক পরবেন, হেয়ারস্টাইল কেমন হবে এসব খুঁটিনাটি বিষয় দীপিকার মাথায় ঘুরতে থাকে।

SRK-Deepika: শাহরুখের সঙ্গে প্রথম দেখা, কেন আগে থেকে সাদা সালোয়ার কিনেছিলেন দীপিকা?
SRK-Deepika: শাহরুখের সঙ্গে প্রথম দেখা, কেন আগে থেকে সাদা সালোয়ার কিনেছিলেন দীপিকা?Image Credit: Prodip Guha/Getty Images
| Updated on: Aug 27, 2025 | 8:07 PM
Share

আঁখো মে তেরি আজব সি আজব সি আদায়ে হ্যায়… ‘ওম শান্তি ওম’ সিনেমার এই জনপ্রিয় গান আজও শাহরুখ-দীপিকার অনুরাগীদের মনে দোলা দেয়। সময়টা ২০০৫-০৬ এর। প্রথম বার কিং খানের সঙ্গে দেখা হয় দীপিকা পাড়ুকোনের। সেই সাক্ষাতের অনুভূতি আজও ভোলেননি বলি ডিভা। শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা করতে যাওয়ার আগে বেশ চাপে ছিলেন দীপিকা। কী পোশাক পরবেন, হেয়ারস্টাইল কেমন হবে এসব খুঁটিনাটি বিষয় দীপিকার মাথায় ঘুরতে থাকে। ঠিক সেই সময়ই কিং খানের সঙ্গে দেখা করার জন্য দীপিকা বেছে নেন একটি সাদা চিকনকারি সালোয়ার কামিজ। স্মৃতির পাতা হাতড়ে সেই গল্পই শোনা গিয়েছে দীপিকার গলায়।

ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানান, যখন প্রথম বার তাঁর কাছে ফারাহ খানের ফোন আসে, তিনি ভেবেছিলেন কেউ হয়তো মজা করছে তাঁর সঙ্গে। পরে যখন বিষয়টি যে আসলেই তাঁর সঙ্গে ঘটছে বুঝতে পারেন দীপিকা, সেই সময় থেকে শুরু হয়ে যায় তাঁর চিন্তা। এরপরই সুখস্মৃতি রোমন্থন করেন দীপিকা। তিনি বলেন, “আমার মনে আছে প্রথম বার আমি যখন সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেই সময়টা। আমি তার আগে যশ চোপড়ার নানা ছবিতে শাহরুখতে দেখেছি। আমি যখন জানতে পারি ওর সঙ্গে দেখা করতে যাব, ভাবতে শুরু করি যে আমি চুল খোলা ও স্ট্রেট রাখব। আর ঠিক করি একটা সাদা সালোয়ার কামিজ পরব। আমি দোকান থেকে একটা সাদা সালোয়ার কামিজও কিনেছিলাম। কারণ আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে, ওইদিন আমাকে ঠিক কেমন দেখতে লাগা উচিত।”

এখানেই শেষ নয়, দীপিকা আরও জানান যে, কিং খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি তিনি কখনও ভুলবেন না। তিনি বলেন, “ওর বাড়িতে সাদা সোফা ছিল। শুধু তাই নয়, ওর বাড়ির সবকিছুই সাদা ছিল। আমি চিকনকারি সুট পরে সোফার একটা প্রান্তে পিঠ রীতিমতো সোজা করে বসেছিলাম। খানিক পরে ও বেরিয়ে এসেছিল। এবং আমার এখনও মনে আছে, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে কথা বলেছিল।”

এক ঝলকে দেখে নিন শাহরুখের সঙ্গে দীপিকার প্রথম সাক্ষাতের অনুভূতি নিয়ে ভিডিয়ো —

এত রং থাকতে দীপিকা কেন শাহরুখের সঙ্গে প্রথম বার দেখা করার জন্য সাদা রংয়ের সালোয়ার কামিজ বেছে নিয়েছিলেন? এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন এক মনোবিদ। গ্লেনিগলস হাসপাতাল পারেল মুম্বইয়ের সিনিয়র কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর সন্তোষ বাঙ্গার বলেন, “যে কোনও ব্যক্তি একসঙ্গে অসংখ্য আবেগ অনুভব করতে পারেন। এমন কোনও ব্যক্তিকে নিয়ে বিশেষ অনুভূতি থাকলে এবং তাঁর সঙ্গে অবশেষে দেখা করার সুযোগ এলে যে কেউ উত্তেজিত বোধ করতে পারেন। কিন্তু একইসঙ্গে আপনি নার্ভাসও হয়ে পড়েন বা অনিশ্চিত হয়ে পড়েন যে এই সাক্ষাৎ আদৌ কোনও কিছুতে পরিণত হবে কি না, অথবা আপনি কী বলতে যাচ্ছেন। এই আবেগঘন অনুভূতির মধ্য দিয়ে যাওয়া স্বাভাবিক। এমন সময় নিজেকে বোঝাতে হয় সব ঠিক আছে। ঠিক দিকেই এগোচ্ছেন। নিজের মনে শান্তি এনে এমন কোনও সাক্ষাতের দিকে পা বাড়ালে বিষয়গুলো সহজ হয়ে যায়।”

এ বার ফেরা যাক ২০০৭ সালে। রিলিজ করে ‘ওম শান্তি ওম’। বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। সঙ্গে জমে যায় শাহরুখ ও দীপিকা জুটি। প্রথম ছবিতেই কামাল দেখান দীপিকা পাড়ুকোন। সেই জুটি দেখতে দেখতে একাধিক হিট ছবি উপহার দিয়েছে তাঁদের অনুরাগীদের।