AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রঘু ডাকাত’ দেবের সঙ্গী অনির্বাণই! জল্পনায় ইতি টেনে শুভ শুরুওয়াত জুটির

অবশেষে শুভ শুরুওয়াত। নানা টালবাহানা কাটিয়ে এবার ফ্লোরে দেবের রঘু ডাকাত। সরস্বতী পুজোর দিনই হয়ে গেল এই ছবির শুভমহরৎ। এক গাল দাড়ি, ধারালো অস্ত্র হাতেই মহরতে হাজির রঘু ডাকাত দেব।

'রঘু ডাকাত' দেবের সঙ্গী অনির্বাণই! জল্পনায় ইতি টেনে শুভ শুরুওয়াত জুটির
Image Credit: Instagram
| Updated on: Feb 02, 2025 | 2:22 PM
Share

অবশেষে শুভ শুরুওয়াত। নানা টালবাহানা কাটিয়ে এবার ফ্লোরে দেবের ‘রঘু ডাকাত’। সরস্বতী পুজোর দিনই হয়ে গেল এই ছবির শুভমহরৎ। এক গাল দাড়ি, ধারালো অস্ত্র হাতেই মহরতে হাজির ‘রঘু ডাকাত’ দেব। তবে চমক ছিল আরও। জল্পনায় ছিল দেবের ‘রঘু ডাকাত’-এ নাকি একফ্রেমে ফের দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। সেই জল্পনায় ইতি টেনেই শুভ মহরতে দেবের পাশে হাজির অনির্বাণ। টলিউডের দুই মহারথীই ক্ল্যাপস্টিক হাতে ‘রঘু ডাকাত’-এর শুভ সূচনা করলেন।

২০২১ সালে ঠিক কালীপুজোর আগে এই ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। তবে নানান কারণে ছবির শুটিং শুরু হতে পারেনি। তারপরই নতুন বছরের শুরুতে ‘রঘু ডাকাত’ লুকে চমকে দিয়েছিলেন দেব।

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতেও একফ্রেমে দেখা গিয়েছিল অনির্বাণ ও দেবকে। সেই ছবির পর ফের জুটি টলিউডের এই দুই তারকা।

দেব, অনির্বাণ ছাড়াও এই ছবিতে রয়েছেন, সোহিনী সরকার, ইধিকা পাল। ‘খাদান’-এর পর ফের দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টলিউডের কিশোরী। চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে দেবের রঘু ডাকাত।

যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।