নকুরের দোকানে লাইন দিয়ে কার জন্যে সন্দেশ কিনলেন দেব?
Dev: দর্শকদের এই ভালবাসা দেখে আবেগঘন দেব। কখন যাচ্ছেন প্রেক্ষাগৃহে, কখনও আবার লাইভে এসে ধন্যবাদ জানাচ্ছেন সকলকে। এবার নিজে হাতে মিষ্টি কিনে খুশি মনে খাওয়ালেন কাকে?
বছর শেষে বাজিমাত টলিউড সুপারস্টার দেবের। টলিপাড়ায় ঝড় তুলেছে তাঁর ছবি খাদান। বেশ কয়েকবছর পর আবারও বাংলা ছবির দর্শক ভিড় করছে সিনেমাহলে। একের পর এক শো হাউসফুল। কিছুদিন পারিবারিক ছবি করে এখন তিনি অ্যাকশনে। তাই ছবির সংলাপেই তিনি স্পষ্ট করে দেন, অ্যাকশন ভুলে যাননি। দিনের পর দিন দেবের যে অনুরাগীরা অপেক্ষা করেছিলেন তাঁদের নাচের, অ্যাকশনের, তাঁদের এবার উজার করে দিলেন পর্দার নায়ক। সঙ্গে যিশু সেনগুপ্ত। গল্প থেকে শুরু করে তার উপস্থাপনা, পুষ্পা ২ ঝড়ের মাঝেই মাটে কামড়ে লড়াই করে গেল খাদান। দর্শকদের এই ভালবাসা দেখে আবেগঘন দেব। কখন যাচ্ছেন প্রেক্ষাগৃহে, কখনও আবার লাইভে এসে ধন্যবাদ জানাচ্ছেন সকলকে। এবার নিজে হাতে মিষ্টি কিনে খুশি মনে খাওয়ালেন কাকে?
নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিয়ো। তিনি বেজায় খুশি ছবির পরিচালক সুজিত দত্তের কাজে। তাই গাড়িতে তুলে তাঁকে বললেন, দক্ষিণ কলকাতার বিশেষ একটি জিনিস তিনি খাওয়াবেন। আর তা হল নকুরের মিষ্টি। দক্ষিণ কলকাতার এক প্রসিদ্ধ মিষ্টির দোকান। সেখানে সকলের সঙ্গে লাইন দিয়ে মিষ্টি কিনলেন দেব। নিজে হাতে খাইয়ে দিলেন পরিচালককে।
View this post on Instagram
এখানেই শেষ নয়, সঙ্গে টিমের সদস্যদের জন্যও কিনলেন। পাশাপাশি দোকানের সামনে জমে যাওয়া ভিড়ের আবদার মেটালেন তিনি। তুললেন ছবি, দিলেন পোজও। মানুষ খাদান নিয়ে কথা বলছেন, খাদান ২-এর অপেক্ষা করছেন, এটা দেখে তিনি আপ্লুত, নিজেই লাইভে এসে জানান অভিনেতা।