ট্রেলার লঞ্চ দেখতে টিকিট কাটতে হবে দেব ফ্যানদের! কী বললেন মেগাস্টার দেব?
মেগাস্টার দেব কেবল দর্শকদের বিনোদন দিয়েই থামতে নারাজ, বর্তনাম ট্রেন্ডকে মাথায় রেখেই এবার রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হতে চলেছে আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। আর এই ট্রেলার লঞ্চ দেখতে পকেটের কড়ি খরচ করতে হবে ভক্তদের।

ফিল্ম ইন্ডাস্ট্রির নানা ধরণের সমস্যা সবসময়ই খবরের শিরোনামে থাকে। কিছুদিন আগেই ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চে ফ্যানদের উন্মাদনায় টলিপাড়ার অন্দরের গুঞ্জন সিনেমা প্রচারের নতুন এই কৌশল এবার বাংলাতেও এসে গেল।
এবার টলিপাড়ায় শুরু হল এক অভিনব উদ্যোগ। মেগাস্টার দেব কেবল দর্শকদের বিনোদন দিয়েই থামতে নারাজ, বর্তনাম ট্রেন্ডকে মাথায় রেখেই এবার রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হতে চলেছে আরও বৃহৎ আকারে বৃহৎ পরিসরে, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। আর এই ট্রেলার লঞ্চ দেখতে পকেটের কড়ি খরচ করতে হবে ভক্তদের।
রঘু ডাকাত একটি মাল্টি স্টারার সিনেমা। এই ছবিতে দেব ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমন দেখা যাবে ইধিকা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার, ওম , পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবির ট্রেলার লঞ্চ দেখতে টিকিট কেন কাটতে হবে প্রশ্ন উঠতেই দেব বললেন, ” রঘু ডাকাত ছবির ট্রেলার দেখতে আমি ও এসভিএফ এর প্রযোজক শ্রীকান্ত মেহতা ঠিক করেছি টিকিট কেটে ট্রেলার মুক্তির সাক্ষী থাকতে পারবে আমাদের ফ্যানরা। এই টিকিট থেকে যে অর্থ উপার্জন হবে , সেই টাকার সঙ্গে আমারা কিছু অর্থ যোগ করে সেই টাকা আমরা দান করব টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টকে। কারণ সিনেমার সামনে আমরা যারা কাজ করি তাঁদের দেখতে পায় দর্শক। তবে এই বিশাল কর্মকাণ্ডের পিছনে যারা অবিরাম পরিশ্রম করেন তাঁদের বাচ্চাদের পড়াশোনার স্কলারশিপ বা অবসরের পর যাঁদের অর্থ দরকার, হঠাৎ অসুস্থতায় তাঁদের পাশে থাকার জন্য এই উদ্যোগ। ” আগামী ২০ সেপ্টেম্বর রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে নতুন কী ধামাকা হতে চলেছে, সেই দিকেই নজর থাকবে।
