দেখতে দেখতে পুজো হাজির। গোটা বাংলা জুড়ে চলছে মন খারাপের মাঝেও উৎসব। তাই সামিল অভিনেত্রী দেবলীনা কুমারও। তবে তিনি এবার নিদজের জন্য কিছু কিনলেন না। জানালেন, সকলকে যা দেওয়ার তিনি দিয়েছেন। তবে নিজের জন্য আনন্দ করে কেনাকাটা করার ইচ্ছে এবছর তাঁর হয়নি। TV9 বাংলাকে বললেন এবারে পুজোর তাঁর কী প্ল্যান।
পুজোয় কোথায় থাকা হয়?
প্রতিবছর ত্রিধারায় পুজো কাটানো হয়। পাড়াতেই বাড়ির লোকেরা সকলে থাকেন।
কেনাকাটা করা হল?
বাড়ির গুরুজনদের উপহার দিয়েছি। তবে নিজের জন্য কিছু কিনিনি। সারা বছরই কিছু না কিছু পোশাক জমে। তাই আলাদা করে এবছর কিছু কেনাকাটা করিনি। আর সত্যি বলতে এবছরের পুজোটা একটু আলাদা। তাই আমার কিছু কিনতে ইচ্ছে করেনি। যাঁদের দেওয়ার তাঁদের পুজোর উপহার দিয়েছি।
গৌরব কী উপহার দিলেন?
এখন আর সারপ্রাইজ় বলে কিছু নেই। এখনও কিছু দেয়নি। শুটিং-এ ব্যস্ত। প্রতিবছর ষষ্ঠী-সপ্তমীর আগে ওর কেনা কাটা করার সময় হয় না। তাই তার আগে কিছু পাই না।
আপনি কী দিলেন গৌরবকে?
আমি একটা ধুতি-পাঞ্জাবি ওডার দিয়েছি। আর কিছু না।
পুজোয় বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক পাচ্ছেন?
অনুষ্ঠান আমি প্রতিবারই করি। এবারেও করেছি। তবে সংখ্যায় অনেকটা কম। আর উদ্বোধনে আমি থাকি না। কারণ আমায় মা বলেছিলেন– টাকা নিয়ে কখনও ঠাকুরের মণ্ডপ উদ্বোধন করবে না। অনেকেই সেটা জানেন। তাই সেভাবে আমাকে ডাকেনও না।