‘আমার মেয়ে প্যাম্পার্ড’ আর জামাই? দেবাশিস বললেন…
"আমার একটাই সন্তান। পাশাপাশি ঘরে থাকতাম। এখনও রাত্রিবেলা যখন ঘরটা খালি থাকে, খারাপ লাগে”
স্বরলিপি ভট্টাচার্য ও শুভঙ্কর চক্রবর্তী: একমাত্র মেয়ের বিয়ের দিন টেনশন নয়, মেয়র পারিষদ দেবাশিস কুমারের মন খারাপ ছিল। মেয়ের রিসেপশনে হাত ধরে মঞ্চে পৌঁছে দেওয়ার পর ফের ইমোশনাল হয়ে পড়লেন তিনি। পেশাদার রাজনীতিকের কাঠিন্য নয়, বরং মেয়ের বাবার মনকেমন ধরা পড়ল তাঁর গলায়।
“ওর বিয়ের ছ’দিন হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই সেদিনের মানসিক অবস্থা আর আজকের মধ্যে পার্থক্য তো রয়েইছে। অনেকটাই মানসিক ভাবে তৈরি হয়ে গিয়েছি। কিন্তু এখনও…। আমার একটাই সন্তান। পাশাপাশি ঘরে থাকতাম। এখনও রাত্রিবেলা যখন ঘরটা খালি থাকে, খারাপ লাগে”, বললেন দেবাশিস।
আরও পড়ুন, ঠোঁটে ঠোঁট দম্পতির, গৌরব-দেবলীনার রিসেপশনে চাঁদের হাট
উত্তম কুমারের নাতি তাঁর জামাই। গৌরব পাত্র হিসেবে কেমন? শ্বশুরমশাই দিলদরিয়া সার্টিফিকেট দিলেন। দেবাশিসের কথায়, “গৌরব ডাউন টু আর্থ, অসম্ভব ধৈর্য ওর। আমি খুব আনন্দিত। আর এটা অস্বীকার করার কোনও জায়গা নেই, যে পরিবারে ও গিয়েছে সে পরিবার বাংলায় পরিচিত পরিবার এবং মানুষ এখনও এই পরিবারকে সম্মান করেন।”
বাবা মায়ের একমাত্র সন্তান দেবলীনা। তাই ছোট থেকেই প্যাম্পার্ড। সেই স্বীকারোক্তি করলেন স্বয়ং দেবাশিস। অতিথি অভ্যাগতদের মাঝে দাঁড়িয়ে বললেন, “আমার একটা মাত্র মেয়ে, প্যাম্পার্ড। আমারই দোষ, ওকে প্যাম্পার করে ফেলেছি। তবে ওর হৃদয় অনেক বড়। আমার মনে হয় ওর যা গুণ আছে তা দিয়ে নিশ্চয়ই ও ওই পরিবারকে নিজের পরিবার করে নিতে পারবে।”