বিয়ে নিয়ে সমালোচনার মুখে ছাই, মা হচ্ছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা

Jul 17, 2024 | 3:58 PM

Devoleena Prregnant: ২০২২ সালের শেষের দিকে দেবলীনা ভট্টাচার্য বিয়ে করেন। তাঁর স্বামী শানওয়াজ শেখ আদপে তাঁর জিম ট্রেনার। শানওয়াজকে বিয়ের পর থেকে নানা ভাবে ট্রোল হতে হয় তাঁকে। অভিযোগ ওঠে, বিয়েতে নাকি এক পয়সাও দেননি শানওয়াজ। শুধু কি তাই?

বিয়ে নিয়ে সমালোচনার মুখে ছাই, মা হচ্ছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা

Follow Us

 

তাঁর বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিনধর্মে বিয়ে করায় শুনতে হয়েছে একের পর এক কুমন্তব্য। তবে সে সব মন্তব্যকে দূরে সরিয়ে রেখে বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য দিলেন খুশির খবর। অনেক দিন ধরেই চলছিল আলোচনা। এবার সেই আলোচনাতেই শিলমোহর দিলেন তিনি। সূত্র জানাচ্ছে সব সমালোচনাকে দূরে সরিয়ে রেখে নতুন প্রাণকে আনতে চলেছেন তিনি। মা হচ্ছেন দেবলীনা। যদিও এখনও পর্যন্ত মুখ খুলতে রাজি নন ‘গোপী বহু’, কিন্তু খবর একেবারে সত্যি।

কিছু দিন আগেই নিজেই এক ছবি পোস্ট করেছিলেন দেবলীনা। সেই ছবিতে কার্যত বোঝা যাচ্ছিল তাঁর বেবিবাম্প। অনেকে তাঁকে কমেন্ট বক্সে জিজ্ঞাসাও করেন, তিনি মা হচ্ছেন কিনা? যদিও দেবলীনা তখনও ছিলেন নীরব।

২০২২ সালের শেষের দিকে দেবলীনা ভট্টাচার্য বিয়ে করেন। তাঁর স্বামী শানওয়াজ শেখ আদপে তাঁর জিম ট্রেনার। শানওয়াজকে বিয়ের পর থেকে নানা ভাবে ট্রোল হতে হয় তাঁকে। অভিযোগ ওঠে, বিয়েতে নাকি এক পয়সাও দেননি শানওয়াজ। শুধু কি তাই? শানওয়াজ কেমন দেখতে তা নিয়েও চলে বিস্তর কাটাছেঁড়া। তাঁর ধর্ম উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইনস্টাগ্রামে জনৈক ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করেন, তাঁদের সন্তানের ধর্ম পরিচয় কী হবে? সে কি হিন্দু হবে নাকি মুসলিম? এই প্রশ্নের মোক্ষম জবাবও দিতে দেখা যায় দেবলীনাকে। তিনি বলেন, “যদি এতটাই বাচ্চা ভাল বেসে থাকেন তবে কোনও অনাথআশ্রম গিয়ে কাউকে দত্তক নিন। তারপর না হয় তাঁদের ধর্ম কী, সে বিষয়ে মতামত দেবেন। অনেক তো অনাথআশ্রম রয়েছে। আমার স্বামী, আমার সন্তান, আমার ধর্ম, তুমি কে হে?” সময়ের সঙ্গে সঙ্গে ট্রোলের মাত্রাও হয়েছে লঘু। আপাতত নতুন সদস্যের অপেক্ষায় তাঁরা।

Next Article