Tv9 বাংলা ডিজিটাল: ‘থালাইভা’— এক নামে তাঁকে চেনে আট থেকে আশি। বাঁকা ঠোটের হাসি, ভুরু নাচিয়ে সংলাপ, সানগ্লাস শূন্যে ভাসানো, কিংবা সিগারে হাওয়ায় ছুঁড়ে মুখে নেওয়া—এ সব তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’!
শিবাজি রাও গাইকাওয়াড ওরফে রজনীকান্ত (Rajnikanth)। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এক সাফল্যের গল্পগাঁথা রয়েছে তাঁকে ঘিরে। ‘থালাইভার বায়োপিক চাই!’ —ফ্যানের আর্তি বাড়ছিল দিনে দিনে। তবে এবার হয়তো সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
তামিল পরিচালক এন. লিঙ্গুস্বামী (N. Lingusamy) নিজে ‘থালাইভা’র ডাই হার্ড ফ্যান। সম্প্রতি তিনি বায়োপিক করার ইচ্ছাপ্রকাশ করেছেন রজনীকান্তের কাছে। এবং এও বলেছেন ‘থালাইভা’র বায়োপিকে মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় তামিল অভিনেতা এবং রজনীকান্তের বড়জামাই ধনুষ (Dhanush)। ২০০৪ সালে ধনুষ রজনীকান্তের জ্যেষ্ঠ কন্যা ঐশ্বর্য্যকে বিয়ে করেন। ‘রজনীকান্ত-এর বায়োপিকে অভিনয় করছেন ধনুষ’— এ খবর ছড়িয়ে পড়তে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। তবে সরকারিভাবে বায়োপিকের ঘোষণা এখনও হয়নি।
প্রসঙ্গত পরিচালক এন. লিঙ্গুস্বামী এর আগে ‘ভেট্টাই’ (২০১২) ‘’ ‘সান্দাকোজি ২’ (২০১৮) ‘রান’-এর (২০১২) মতো ব্লকবাস্টার ছবি করেছেন। তবে তাঁর পরিচালিত ছবি ‘সান্দাকোজি ২’ মুক্তি পেয়েছিল দু’বছর আগে। তার পর থেকে কোনও ছবির ঘোষণা করেননি পরিচালক।
অনেকের ধরাণা, বায়োপিক-ই বোধহয় লিঙ্গুস্বামীর ‘কামব্যাক!
অন্যদিকে আনন্দ.এল. রাইয়ের পরের ছবি ‘অতরঙ্গি রে’ নিয়ে ব্যস্ত ধনুষ। ধনুষ ছাড়া এ ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং সইফ কন্যা সারা আলি খান। ‘অতরঙ্গি রে’-র মিউজিক করছেন এ.আর. রহমান (A.R. Rahman)। ছবির প্রথম গানটির রেকর্ডিংও শেষ। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।