AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সবাই ভাল থাকবেন…,’ ভাইরাল ধর্মেন্দ্রর শেষ ভিডিয়ো

সেই ধর্মেন্দ্রই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অনেক লড়াইয়ের পর মঙ্গলবার আর শেষ রক্ষা হল না। অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন বলিউডের হিম্যান।  ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধর্মেন্দ্রর একটি পুরনো ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা গেল একেবারে ফিট মেজাজে।

'সবাই ভাল থাকবেন...,' ভাইরাল ধর্মেন্দ্রর শেষ ভিডিয়ো
Dharmendra
| Updated on: Nov 24, 2025 | 7:01 PM
Share

ধর্মেন্দ্র বরাবরই ফিট মেজাজের। নিজেকে ফিট রাখতে ৮৯ বছর বয়সেও নানা এক্সারসাইজ করতেন। নিয়মিত যেতেন জিম। শুধু তাই নয়, সুযোগ পেলেই বাড়ির সুইমিং পুলে সাঁতার কাটতেন। সেই ধর্মেন্দ্রই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অনেক লড়াইয়ের পর সোমবার আর শেষ রক্ষা হল না। অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন বলিউডের হিম্যান।  ঠিক এই সময়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধর্মেন্দ্রর একটি পুরনো ভিডিয়ো। যেখানে তাঁকে দেখা গেল একেবারে ফিট মেজাজে।

সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, গল্ফ গাড়িতে বসে রয়েছেন ধর্মেন্দ্র। পরনে চকোলেট রঙের একটি ফুল শার্ট ও কালো ট্রাউজার। আশপাশে তাঁর সঙ্গী-সাথী, কর্মীরা। তাঁদেরকে সঙ্গে নিয়েই দশেরার শুভেচ্ছা জানাচ্ছেন ধর্মেন্দ্র।

ক্যামেরার সামনে কী বলেছেন তিনি?

এই ভিডিয়োর মধ্য়ে দিয়ে গোটা দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছেন ধর্মেন্দ্র। সবাইকে জানিয়েছে, সুস্থ থাকার শুভেচ্ছা। তাঁর কথায়, স্বাস্থ্য ভাল থাকলেই সব ঠিক থাকবে। এরপর সোশাল মিডিয়ায় সেভাবে আর কোনও ভিডিয়ো আপলোড করতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি তাঁর নতুন ছবি ‘ইক্কিশ’-এর ট্রেলার শেয়ার করেছিলেন ধর্মেন্দ্র। তারপরই হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখতেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে দাপটের সঙ্গে কাজ করছিলেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তিনি নব্বইয়ের দোড়গোড়ায়।