বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী, দুই বছরের প্রেম অবশেষে পেল পূর্ণতা। সামাজিক মাধ্যম খুললেই এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে তাঁদের বিয়ের ছবি ও ভিডিয়ো। তবে এ সবের মধ্যেই আদৃত রায়ের উপর মারাত্মক রেগে গিয়েছেন মিঠাই-ভক্তরা। তাঁদের দাবি, আদৃতসহ গোটা মিঠাই পরিবার অপমান করেছেন সৌমিতৃষাকে। কিন্তু কেন এমনটা মনে হয়েছে তাঁদের?
আদৃতের বিয়েতে হাজির ছিল গোটা মিঠাই পরিবার। বরবেশে আদৃতকে মাঝখানে নিয়ে তাঁদের একসঙ্গে বলতে শোনা যায় ‘জয় গোপাল’। আদৃতও চিৎকার করে গৌরধ্বনি দিতে থাকেন। আর এতেই খারাপ লাগে সৌমিতৃষার ভক্তদের। একজন লেখেন, “লজ্জা লাগে না? যিনি গোপালের ভক্ত, তাঁকেই তো ডাকলেন না! এ দিকে নিজেরা ওই ধ্বনি দিচ্ছেন। আপনাদের অধিকারই গৌরধ্বনি দেওয়ার।” সৌমিতৃষার কৃষ্ণপ্রেম নতুন নয়। শুধু তাই নয়, ধারাবাহিকটিতেও তাঁকে গৌরধ্বনি দিতে দেখা গিয়েছে একাধিকবার। ‘জয় গোপাল’–এ যেন ধারাবাহিক করতে গিয়ে তাঁরই ‘পেটেন্ট’ হয়ে ওঠে। তাই সৌমিতৃষার অনুপস্থিতিতে ওই ধ্বনি দিয়ে মিঠাই পরিবারের বাকিদের হুল্লোড় ভাল চোখে নেননি মিঠাইরানির ভক্তরা।
আদৃত ও কৌশাম্বীর বিয়েতে দেখা যায়নি সৌমিতৃষাকে। শোনা যাচ্ছে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। বরং ওই দিনে বৃষ্টিভেজা শহরে তিনি কাটিয়েছেন নিজের মতো করে। যদিও এ দিন সকাল থেকে কোনও পোস্ট দিতে দেখা যায়নি তাঁকে। হঠাৎ করেই কেমন যেন চুপ হয়ে গিয়েছেন তিনি।