‘ঘর ভাঙছ, ছিঃ!’ প্রভুদেবার সঙ্গে ‘পরকীয়া প্রেমের’ গুঞ্জন হতেই ‘কাঠগড়া’য় দাঁড়াতে হয় নয়নতারাকে

Sneha Sengupta |

Jan 23, 2024 | 9:58 AM

Nayanthara-Prabhu Deva: এই বিষয়টি নিয়ে কখনও মুখ খোলেননি নয়নতারা কিংবা প্রভু দেবা। তবে নয়নতারাকে নিয়ে খুব সমালোচনা হয়েছিল দক্ষিণ ভারতে। সে সময় বলা হয়েছিল তামিল সংস্কৃতিকে নাকি কলুষিত করেছেন নয়নতারা। এক সুখী পরিবারকে নাকি চেষ্টা করেছিলেন তিনি। তাঁর জন্যই প্রভুদেবার ১৬ বছরের দাম্পত্য ভেঙেছিল।

ঘর ভাঙছ, ছিঃ! প্রভুদেবার সঙ্গে পরকীয়া প্রেমের গুঞ্জন হতেই কাঠগড়ায় দাঁড়াতে হয় নয়নতারাকে
নয়নতারা, প্রভুদেবা (বাঁ দিকে); প্রভুদেবার স্ত্রী লতা।

Follow Us

অনেক বছর আগের কথা। খবরের শিরোনাম দখল করে নিয়েছিল একটি প্রেমকাহিনি। শোনা গিয়েছিল এক ‘পরকীয়া প্রেমের’ কথা। অভিনেতা পরিচালক কোরিওগ্র্যাফার প্রভু দেবার সঙ্গে নাম জড়িয়েছিল দক্ষিণ ভারতের অন্যতম অভিনেত্রী নয়নতারার। সেই সময় বিবাহিত প্রভু দেবার সঙ্গে তাঁর নাম জড়াতেই খুব নিন্দা হয়েছিল। নয়নতারাকে তুলোধনা করা হয়েছিল দক্ষিণ ভারতে।

‘পরকীয়া প্রেম’ অপরাধমূলক বিষয় নয়, ২০১৮ সালে তা জানিয়ে দিয়েছিল ভারতের শীর্ষ আদালত। কিন্তু নয়নতারা-প্রভুদেবার যখন ‘সম্পর্ক’ তৈরি হয়েছিল, সে সময় এই মান্যতা পাইনি ‘পরকীয়া প্রেম’। যদিও এই বিষয়টি নিয়ে কখনও মুখ খোলেননি নয়নতারা কিংবা প্রভু দেবা। তবে নয়নতারাকে নিয়ে খুব সমালোচনা হয়েছিল দক্ষিণ ভারতে। সে সময় বলা হয়েছিল তামিল সংস্কৃতিকে নাকি কলুষিত করেছেন নয়নতারা। এক সুখী পরিবারকে নাকি চেষ্টা করেছিলেন তিনি। সত্যি বলতে নয়নতারার জন্য়েই ভেঙেছিল প্রভুদেবার ১৬ বছরের দাম্পত্য জীবন। তাঁর স্ত্রী লতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল। তবে পরবর্তীকালে নয়নতারা-প্রভুদেবার সম্পর্কটাও টেকেনি।

তবে এখন সবই অতীত। নয়নতারা এবং প্রভুদেবার পথ হয়েছে আলাদা। দুই তারকাই এগিয়ে গিয়েছেন নিজ পথে। নয়নতারা পা রেখেছে বলিউডে। অভিনয় করেছেন শাহরুখ খানের সঙ্গে। ২০২৩ সালে মুক্তি পেয়েছে তাঁদের ছবি ‘জওয়ান’। তার আগেই পরিচালক বিঘ্নেশ শিবনকে বিয়ে করেছিলেন নয়নতারা। সারোগেসির মাধ্যমে তাঁদের যমজ পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছে। বিঘ্নেশের সঙ্গে প্রযোজনা সংস্থা খুলেছেন এই অভিনেত্রী। কেবল তাই নয়, সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রীদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন নয়নতারা। যে শীর্ষস্থানে অবস্থান করছিলেন দক্ষিণ ভারতের আরও এক অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

Next Article