তাঁর গজগামিনী চালে সবাই ঘায়েল, জানেন কি বাস্তবেও অদিতির শরীরে বইছে রাজরক্ত?

May 27, 2024 | 3:45 PM

Aditi Rao: অদিতির জন্ম নেন হায়দরাবাদে। তাঁর বাবা ছিলেন আহসান হায়দারি, পেশায় একজন ইঞ্জিনিয়র। এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি 'সুলেমানি বোহরা মুসলিম' যা ইসলাম ধর্মের প্রকারভেদের অন্যতম। মায়ের নাম বিদ্যা রাও, যিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী।

Follow Us

‘ও সাঁইয়া হাটো যাও, তুম বড়ে, ও হো’– কোমর দুলিয়ে গজগামিনী চালে হেঁটে চলেছেন বিব্বোজান ওরফে অদিতি রাও হায়দারী। ফেসবুক থেকে ইনস্টা খুললেই তাঁর ‘সোয়ান ওয়াক’ এখন ভাইরাল। নেটিজেনদের মুখে একটাই শব্দ, ‘উফফফফ’! পদ্মাবতে দীপিকাকে দেখে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সাধারণ তার চেয়েও বেশি ভাইরাল অদিতি। অনেকেই বলছেন এ যেন সাক্ষাৎ মহাকাব্যের কোনও চরিত্র। তাকানো থেকে কথা বলার ধরণ– সবেতেই এক অন্য মাত্রার রাজকীয়তা। বাস্তবেও যে অদিতির গায়ে বইছে রাজরক্ত, সে খবর রাখেন?
জেনে নেওয়া যাক, তাঁর জন্মের অজানা ইতিবৃত্ত।

অদিতির জন্ম নেন হায়দরাবাদে। তাঁর বাবা ছিলেন আহসান হায়দারি, পেশায় একজন ইঞ্জিনিয়র। এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ‘সুলেমানি বোহরা মুসলিম’ যা ইসলাম ধর্মের প্রকারভেদের অন্যতম। মায়ের নাম বিদ্যা রাও, যিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। অদিতির মায়ের বাবা অর্থাৎ দাদু ছিলেন ম্যাঙ্গালোরের সারস্বত ব্রাহ্মণ। আর দিদি ছিলেন একজন তেলুগু। সেই কারণে অদিতি আদপে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম ধর্মের মিল। এরই পাশাপাশি বোহরা ও ব্রাহ্মণ সমাজের অন্তর্ভুক্ত।

অদিতির বাবার যে দাদু তাঁর নাম আকবর হায়দারি যিনি একদা হায়দরাবাদের প্রধানমন্ত্রী ছিলেন (সে সময় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না হায়দরাবাদ)। অদিতির মা বিদ্যা তিনি আবার ওয়ানাপারথি নামক জায়গার শেষ রাজা রামেশ্বর রাওয়ের সৎ মেয়ে। হায়দরাবাদে নিজামের শাসনকালে ওই রাজা রামেশ্বরই ছিলেন সে জায়গার চতুর্থ স্থানাধিকারী উল্লেখযোগ্য ব্যক্তি। তাঁকে ডাকাও হত মহারাজা বলে। আমির খানের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক প্রযোজক কিরণ রাও আবার অদিতির মায়ের দিকের তুতো বোন। অদিতির মা বিদ্যাও কিন্তু কম যান না। তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গুণী শিল্পী। ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান নামক যে প্রকাশনা রয়েছে তার সভাপতি কে জানেন? অদিতির আপন দিদা শান্তা রাও অর্থাৎ রাজা রামেশ্বর রাওয়ের স্ত্রী। অদিতির বয়স যখন দুই বছর তখন তাঁর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। মায়ের কাছেই মানুষ হয়েছেন অদিতি। ছোটবেলা কেটেছে যদিও হস্টেলে তবে দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক পাশ অদিতি। বুঝতেই পারছেন, গোটা পরিবারই শিক্ষিত, শরীরেও রয়েছে রাজরক্ত। এ হেন অদিতি এই মুহূর্তে বলিউডের সেনসেশন। হবে নাই বা কেন? কোমরের মেদ স্বাভাবিক–এ বার্তা যে তাঁরই।

‘ও সাঁইয়া হাটো যাও, তুম বড়ে, ও হো’– কোমর দুলিয়ে গজগামিনী চালে হেঁটে চলেছেন বিব্বোজান ওরফে অদিতি রাও হায়দারী। ফেসবুক থেকে ইনস্টা খুললেই তাঁর ‘সোয়ান ওয়াক’ এখন ভাইরাল। নেটিজেনদের মুখে একটাই শব্দ, ‘উফফফফ’! পদ্মাবতে দীপিকাকে দেখে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সাধারণ তার চেয়েও বেশি ভাইরাল অদিতি। অনেকেই বলছেন এ যেন সাক্ষাৎ মহাকাব্যের কোনও চরিত্র। তাকানো থেকে কথা বলার ধরণ– সবেতেই এক অন্য মাত্রার রাজকীয়তা। বাস্তবেও যে অদিতির গায়ে বইছে রাজরক্ত, সে খবর রাখেন?
জেনে নেওয়া যাক, তাঁর জন্মের অজানা ইতিবৃত্ত।

অদিতির জন্ম নেন হায়দরাবাদে। তাঁর বাবা ছিলেন আহসান হায়দারি, পেশায় একজন ইঞ্জিনিয়র। এরই পাশাপাশি তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি ‘সুলেমানি বোহরা মুসলিম’ যা ইসলাম ধর্মের প্রকারভেদের অন্যতম। মায়ের নাম বিদ্যা রাও, যিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। অদিতির মায়ের বাবা অর্থাৎ দাদু ছিলেন ম্যাঙ্গালোরের সারস্বত ব্রাহ্মণ। আর দিদি ছিলেন একজন তেলুগু। সেই কারণে অদিতি আদপে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম ধর্মের মিল। এরই পাশাপাশি বোহরা ও ব্রাহ্মণ সমাজের অন্তর্ভুক্ত।

অদিতির বাবার যে দাদু তাঁর নাম আকবর হায়দারি যিনি একদা হায়দরাবাদের প্রধানমন্ত্রী ছিলেন (সে সময় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না হায়দরাবাদ)। অদিতির মা বিদ্যা তিনি আবার ওয়ানাপারথি নামক জায়গার শেষ রাজা রামেশ্বর রাওয়ের সৎ মেয়ে। হায়দরাবাদে নিজামের শাসনকালে ওই রাজা রামেশ্বরই ছিলেন সে জায়গার চতুর্থ স্থানাধিকারী উল্লেখযোগ্য ব্যক্তি। তাঁকে ডাকাও হত মহারাজা বলে। আমির খানের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক প্রযোজক কিরণ রাও আবার অদিতির মায়ের দিকের তুতো বোন। অদিতির মা বিদ্যাও কিন্তু কম যান না। তিনি ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গুণী শিল্পী। ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান নামক যে প্রকাশনা রয়েছে তার সভাপতি কে জানেন? অদিতির আপন দিদা শান্তা রাও অর্থাৎ রাজা রামেশ্বর রাওয়ের স্ত্রী। অদিতির বয়স যখন দুই বছর তখন তাঁর বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। মায়ের কাছেই মানুষ হয়েছেন অদিতি। ছোটবেলা কেটেছে যদিও হস্টেলে তবে দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে স্নাতক পাশ অদিতি। বুঝতেই পারছেন, গোটা পরিবারই শিক্ষিত, শরীরেও রয়েছে রাজরক্ত। এ হেন অদিতি এই মুহূর্তে বলিউডের সেনসেশন। হবে নাই বা কেন? কোমরের মেদ স্বাভাবিক–এ বার্তা যে তাঁরই।

Next Article