ঐশ্বর্যকে ‘আন্টি’ ডাক সোনমের, রাগে কোন প্রতিশোধ নিয়েছিলেন রাই সুন্দরী?

Sneha Sengupta |

May 22, 2024 | 5:12 PM

Aishwarya-Sonam: ঐশ্বর্যর স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সোনম কাপুর। ঐশ্বর্য আবার সোনমের বাবা অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছেন 'তাল'-এর মতো ছবিতে। অতএব ঐশ্বর্যকে একবার 'আন্টি' বলে ফেলেছিলেন সোনম।

ঐশ্বর্যকে আন্টি ডাক সোনমের, রাগে কোন প্রতিশোধ নিয়েছিলেন রাই সুন্দরী?
ঐশ্বর্য এবং সোনম।

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চনকে একবার খুব খারাপ কথা বলেছিলেন অভিনেতা অনিল কাপুরের কন্যা অভিনেত্রী সোনম কাপুর। মুখ ফসকে ঐশ্বর্যকে ‘আন্টি’ সম্বোধন করে ফেলেছিলেন সোনম। এবং তা বেশ রাগিয়ে দিয়েছিল ঐশ্বর্যকে। ঐশ্বর্যর স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সোনম কাপুর। ঐশ্বর্য আবার সোনমের বাবা অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছেন ‘তাল’-এর মতো ছবিতে। অতএব ঐশ্বর্যকে একবার ‘আন্টি’ বলে ফেলেছিলেন সোনম।

ঐশ্বর্য সাথে-পাছে থাকেন না। কিন্তু তাঁকে কেউ অপমান করলে, তিনি তা ভুলতে পারেন না। ঐশ্বর্যের মতোই এক বিখ্যাত আন্তর্জাতিক প্রসাধনী ব্রান্ডের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হওয়ার কথা ছিল সোনম কাপুরের। ঐশ্বর্যর সঙ্গে একই ব়্যাম্পে হাঁটার কথা ছিল তাঁর। সোনম হাঁটবেন শুনে ঐশ্বর্য তাঁর বিরুদ্ধাচরণ করেছিলেন। সোনমকে সরে আসতে বাধ্য করেছিলেন। পরবর্তী সময়ে অবশ্য সোনম তাঁর ভুল বুঝতে পেরে সাফাইও গেয়েছিলেন। বলেছিলেন, তিনি ওভাবে কথাটা বলতে চাননি।

এই রাগ কিন্তু গা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন ঐশ্বর্য। সোনমের বিয়েতে তিনি হাজির হয়েছিলেন সপরিবারে। কিন্তু যতই রাগ ঝেড়ে ফেলে দিন না কেন, আজ পর্যন্ত নাকি ঐশ্বর্যর সেই অপমানের কথা মনে রেখে দিয়েছেন। সোনমকে ক্ষমা করে দিলেও বিষয়টি কিছুতেই ভুলতে পারেন না তিনি। ঐশ্বর্যর চেয়ে খানিক ছোট একটি মেয়ে তাঁকে জনসমক্ষে আন্টি বলে ডাকছেন, এটা কি তিনি হজম করবেন, আপনি হলে পারতেন!

Next Article