Bachchan Family Assets: বঞ্চিত ঐশ্বর্য, বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ নিয়ে কী জানান অমিতাভ?

Sep 05, 2024 | 10:06 PM

Bollywood: বচ্চন পরিবারের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। পরিবারের মধ্যে কে সবচেয়ে ধনী! কার খাতে সবচেয়ে কম রোজগার, জানেন? অমিতাভ বচ্চনের মোট...

Bachchan Family Assets: বঞ্চিত ঐশ্বর্য, বচ্চন পরিবারের সম্পত্তির ভাগ নিয়ে কী জানান অমিতাভ?

Follow Us

বলিউড তারকাদের সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে কম বেশি কৌতুহল সকলেরই থাকে। তালিকা থেকে বাদ পড়ে না কেউই। আর তা যদি হয়ে থাকে বচ্চন পরিবার! তাঁদের মোট ৫০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। পরিবারের মধ্যে কে সবচেয়ে ধনী! কার খাতে সবচেয়ে কম রোজগার, জানেন? অমিতাভ বচ্চনের মোট ৩১১০ কোটি টাকার সম্পত্তি। ২০২৩-এর দীপাবলির আগেও অমিতাভের নিজ সম্পত্তির মূল্য ছিল ৩১৬০ কোটি টাকা। ৫০ কোটি টাকার প্রতীক্ষা তিনি উপহার দিয়েছেন কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে।

জয়া বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ১০৮৩ কোটি টাকা, রাজ্য সভায় মনোনয়ন জমা দেওয়ার আগে সম্পত্তির তালিকায় ১০০০ কোটি টাকা লিখেছিলেন জয়া। কিন্তু সেটা ২০১৮ সালের কথা। ৫ বছরে সম্পত্তির হিসেবে বেড়েছে। ঐশ্বর্য রাই বচ্চনের ৮২৮ কোটি টাকা। তাঁর ননদ শ্বেতা বচ্চন নন্দার থেকে প্রায় ৫৯০ শতাংশ বেশি সম্পত্তির মালিক ঐশ্বর্য রাই বচ্চন। মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান’ ছবিতে অভিনয় করার পর সম্পত্তি বেড়েছে বিশ্বসুন্দরীর। পারিশ্রমিকও বেড়েছে তাঁর।

অভিষেক বচ্চনের ২৮০ কোটি টাকার সম্পত্তি। স্ত্রী ঐশ্বর্যর থেকে অনেকটাই কম অর্থ উপার্জন করেছেন অভিষেক। তাঁর সম্পত্তির মূল্যও স্ত্রীর চেয়ে অনেকটাই কম। তবে তাঁরও সম্পত্তি ননদ শ্বেতার চেয়ে বেশি। শ্বেতা বচ্চন নন্দার ঝুলিতে ১১০ কোটি টাকা।

আগস্থ নন্দার ১-২ কোটি টাকার সম্পত্তি। শ্বেতা বচ্চন নন্দার পুত্র আগস্থর সম্পত্তি সবচেয়ে কম। মাত্র ১ থেকে ২ কোটি টাকা আছে তাঁর কাছে। বলিউডে সদ্য অভিনয় করতে শুরু করেছেন আগস্থ। জ়োয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিজ়’-এ ডেবিউ করেছেন তিনি। শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সর্বত্র।

প্রসঙ্গত, ২০১১ সালের একটি সাক্ষাৎকারে এই মর্মে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন তাঁর সম্পত্তি ভাগ হবে শ্বেতা, অভিষেকের মধ্যে। সেখানে কোথাও নাম ছিল না ঐশ্বর্যের।

Next Article