অনুষ্কা শর্মাকে প্রকাশ্যে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া জানেন?

Sneha Sengupta |

Mar 30, 2024 | 6:05 PM

Ranbir-Anushka: বহু মানুষের মনে হয়েছিল অনুষ্কা রণবীরকে এক্কেবারের পাত্তা দেন না এবং তাঁকে ফেন্ডস-ওন করে রাখেন। কিন্তু সত্যি হল এটাই, অনুষ্কা রণবীরকে তাঁর ভীষণই ভাল বন্ধু মনে করেন। তাঁদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর।

অনুষ্কা শর্মাকে প্রকাশ্যে বিয়ে করতে চেয়েছিলেন রণবীর কাপুর, আলিয়া জানেন?
রণবীর-অনুষ্কা।

Follow Us

একবার প্রকাশ্যে বলিউড অভিনেতা রণবীর কাপুর বলেছিলেন যে, তিনি বলি-অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করতে চান। কিন্তু সেই সময় অনুষ্কার জীবনে প্রবেশ করেছিলেন ভারতীয় ক্রিকেটের তৎকালীন অভিনায়ক বিরাট কোহলি। রণবীর বলেছিলেন, “বিরাট খুবই ভাগ্যবান পুরুষ।” করণ জোহর পরিচালিত এবং রণবীর-অনুষ্কার ছবি ‘অ্য়ায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারের সময় এমনটা ঘটেছিল।

সেই কথোপকথন চলাকালীন রণবীর কাপুর অনুষ্কার প্রতি তাঁর ভাল লাগা জাহির করেছিলেন সক্কলের সামনেই। সেই সময় বহু মানুষের মনে হয়েছিল অনুষ্কা রণবীরকে এক্কেবারের পাত্তা দেন না এবং তাঁকে ফেন্ডস-ওন করে রাখেন। কিন্তু সত্যি হল এটাই, অনুষ্কা রণবীরকে তাঁর ভীষণই ভাল বন্ধু মনে করেন। তাঁদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন এবং অনুষ্কা শর্মার সঙ্গে চুম্বন করার দৃশ্য ছিল রণবীর কাপুরের। কিন্তু শুটিংয়ের সময় ঐশ্বর্যকে চুমু খাননি রণবীর। কিন্তু ছবিতে সত্যি-সত্যিই অনুষ্কাকে চুমু খেয়েছিলেন রণবীর। বলেছিলেন, অনুষ্কা দারুণ ভাল চুমু খেতে পারেন। তাঁকে আরও বেশি চুমু খেতে চেয়েছিলেন রণবীর। বিরাট কোহলির দিকে ইঙ্গিত করে বলেছিলেন, “কেউ একজন ভীষণ লাকি।” সেই সময় স্বামী বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের কথা অনুষ্কা প্রকাশ্যে আনেননি। সেই সময় যদিও তাঁদের বিয়েটাও হয়নি। এই ভিডিয়োটি ভাইরাল হয়েছিল নেটমহলে। নেটিজ়েনদের একাংশ সেই ভিডিয়ো দেখে বলেছিলেন, “অনুষ্কার জন্য সত্যিকারের অনুভূতি আছে রণবীরের।”

পরবর্তীকালে অনুষ্কা বিয়ে করেন বিরাটকে। তাঁদের দুটি সন্তানও আছে–ভামিকা এবং অকায়। অন্যদিকে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর আলিয়াকে বিয়ে করেন রণবীর। তাঁদেরও এখন একসন্তান আছে–রাহা কাপুর।

Next Article