সেট নয়, সলমন নিজে হাতে এঁকে ছিলেন ক্যাটরিনার এই ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 26, 2024 | 9:02 PM

Salman khan Secret: ব্যক্তিগত সম্পর্ক কখনই তাঁদের কাজের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের তিন দিনের মাথায় টাইগার থ্রি ছবির শুটে ছুটেছিলেন ক্যাটরিনা। অনেকেই মনে করেন তাঁরা হয়তো পর্দায় একসঙ্গে আর কাজ করবেন না। তবে সে উত্তর সময়ই দেবে।

সেট নয়, সলমন নিজে হাতে এঁকে ছিলেন ক্যাটরিনার এই ছবি

Follow Us

সলমন খান ও ক্যাটরিনা কইফ, এই জুটি বলিউডে অন্যতম চর্চিত জুটি। যাঁদের রিল লাইফ সমীকরণ বারবার দর্শক মনে ঝড় তুলেছে। বাস্তবে এই জুটি একে অন্যের সঙ্গেই নাকি থাকছেন, একশ্রেণি তেমনটাই বিশ্বাস করতেন। ক্যাটরিনা কইফের মনের খবর না রাখলেও অনেকেই মনে করেছিলেন যে সলমন খানের মনে প্রেমের হাওয়া আবারও লেগেছিল নাকি তারই জন্যে। সেই জুটিকে নিয়ে আজও চর্চা বর্তমান। যদিও ক্যটরিনা কইফ এখন অন্য কারও স্ত্রী। তবে ব্যক্তিগত সম্পর্ক কখনই তাঁদের কাজের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের তিন দিনের মাথায় টাইগার থ্রি ছবির শুটে ছুটেছিলেন ক্যাটরিনা। অনেকেই মনে করেন তাঁরা হয়তো পর্দায় একসঙ্গে আর কাজ করবেন না। তবে সে উত্তর সময়ই দেবে।

তবে এই জুটির মধ্যে যে কিছু একটা সমীকরণ বর্তমান ছিল তার প্রমাণ রয়েছে বহু। কখনও ক্যাটরিনার মন্তব্য কখনও আবার ক্যাটকে নিয়ে সলমনের মন্তব্য বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে জানেন কি, চর্চিত এই জুটির জনপ্রিয় ছবি এক থা টাইগার যা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে, সেখানে সলমন নিজে হাতে এঁকেছিলেন ক্যাটরিনার ছবি।

এই ছবির জনপ্রিয় গান দিল দিয়া গলনা-তে একটি দৃশ্য ছিল, যেখানে দেখা যায় বরফের ওপর রঙিন জল দিয়ে আঁকা ক্যাটরিনার ছবি। ছবির সেট নয়, জানেন কি এই ছবি এঁকেছিলেন খোদ সলমন খান? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কবির খান পরিচালিত এই ছবিতে সেই ভাইরাল হওয়া দৃশ্যের পিছনে যে এই রহস্য রয়েছে তা অনেকেই জানতেন না। গানের দৃশ্যে দেখানো হয়েছিল এই ছবি তিনি আঁকছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো থাকে সেট ডিজাইনিং-এর অংশ। এক্ষেত্রে তা মোটেও হয়নি। বরং সলমন খান নিজে সত্যি সত্যি বরফের ওপর ক্যাটের এই ছবি এঁকেছিলেন।

Next Article