AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিদেশে পার্টি, আচমকাই সৌমিত্রের সঙ্গে এ কী করে বসেন সুচিত্রা?

সেই ঘটনাটি ঘটিয়েছিলেন সুচিত্রা সেন। বাংলার মহানায়িকা সুচিত্রা সেসময় মহানায়ক উত্তমকুমারের নায়িকা। ‘সাত পাকে বাঁধা’ ছবিতে উত্তমের পরিবর্তে সৌমিত্রকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। এবং তাঁদের সন্দেহ ছিল, উত্তমের পরিবর্তে সৌমিত্রকে সুচিত্রার নায়ক হিসেবে কাস্ট করলে দর্শক তাঁকে গ্রহণ নাও করতে পারেন।

বিদেশে পার্টি, আচমকাই সৌমিত্রের সঙ্গে এ কী করে বসেন সুচিত্রা?
| Edited By: | Updated on: Sep 29, 2025 | 6:34 PM
Share

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পর্দায় যিনি অপু হিসেবে দর্শক মনে প্রথম সাড়া ফেলে দিয়েছিলেন, সত্যজিৎ রায়ের এই আবিষ্কারে নিয়ে সারা দুনিয়ায় মাতামাতি হয়। তিনি ছিলেন আন্তর্জাতিক স্তরের বাঙালি অভিনেতা। নানা দেশে তিনি পুরস্কৃত হয়েছেন। সেরকমই একবার বিদেশের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপ্রস্তুতেও পড়তে হয়েছিল তাঁকে।

সেই ঘটনাটি ঘটিয়েছিলেন সুচিত্রা সেন। বাংলার মহানায়িকা সুচিত্রা সেসময় মহানায়ক উত্তমকুমারের নায়িকা। ‘সাত পাকে বাঁধা’ ছবিতে উত্তমের পরিবর্তে সৌমিত্রকে কাস্ট করার পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। এবং তাঁদের সন্দেহ ছিল, উত্তমের পরিবর্তে সৌমিত্রকে সুচিত্রার নায়ক হিসেবে কাস্ট করলে দর্শক তাঁকে গ্রহণ নাও করতে পারেন। বিষয়টি নিয়ে সুচিত্রারও সন্দেহ ছিল এবং তিনি ‘সাত পাকে বাঁধা’ ছবিতে স্মরণীয় করার জন্য এক অনন্য ঘটনাও ঘটিয়েছিলেন। সেটাই ছিল বাংলা ছবির জগতের প্রথম পাবলিসিটি স্টান্ট।

‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য মস্কোতে গিয়েছিলেন সৌমিত্র-সুচিত্রা। সুচিত্রা পেয়েছিলেন পুরস্কারও। কিন্তু মস্কোর পার্টিতে তিনি সৌমিত্রর সঙ্গে যা করেছিলেন, তা চিরস্মরণীয়। ‘সাত পাকে বাঁধা’ ছবির একটি দৃশ্য ছিল, যেখানে সৌমিত্রর পঞ্জাবী ছিঁড়ে দিয়েছিলেন সুচিত্রা। মস্কোর সেই পার্টিতেও নিজের একটি প্রিয় এবং দামী পঞ্জাবী পরে এসেছিলেন সৌমিত্র। পার্টি নিজ ছন্দে চলছিল। হঠাৎই সেখানে সুচিত্রা হাসতে-হাসতে এসে সৌমিত্রর পঞ্জাবীটা ছিঁড়ে দেন। অপ্রস্তুত হয়ে পড়েন সৌমিত্র। অবাক হয়ে সেদিন কোনও কথাই বলতে পারেননি তিনি। সেটাই ছিল বাংলা সিনেমা জগতের প্রথম পাবলিসিটি স্টান্ট। এই ঘটনা আজও মানুষের স্মরণে আছে এবং ‘সাত পাকে বাঁধা’ও।