কয়েক দিন আগেই মুম্বইয়ের হাসপাতালে শারীরিক কিছু অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছে ৯৮ বছর। বয়সের ভারে শরীরে অনেক রকম অসুবিধা দেখা দিয়েছে। তবে ঠিক কী ধরণের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি। তাঁর স্ত্রী এবং অভিনেত্রী সায়রা বানু জানিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। হয়ত খুব শীঘ্রই তাঁকে ছেড়েও দেওয়া হবে।
Praying for Everybody.
— Dilip Kumar (@TheDilipKumar) April 22, 2021
সারা দেশেই করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। মুম্বইয়ের অবস্থা বেশ শোচনীয়। এখন মহারাষ্ট্র জুড়ে চলছে লকডাউন। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের ঘাটতি সব মিলিয়ে দেশজুড়ে খারাপ পরিস্থিতি। এমন অবস্থায় দিলীপ কুমারের শারীরিক অসুস্থতা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর স্ত্রী এবং পরিবারের মধ্যে। তাঁর ফ্যানরা যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিল। সায়রা বানুর বয়ানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।
— Dilip Kumar (@TheDilipKumar) November 26, 2020
আগের বছরেই দিলীপ কুমার করোনায় তাঁর দুই ভাইকে হারিয়েছেন। এ বছরেও ফের সেই করোনা থাবা বসিয়েছে। গত ডিসেম্বরে এই প্রবীণ অভিনেতার ছিল জন্মদিন। কিন্তু করোনা পরিস্থিতি মাথায় রেখে তিনি তাঁর জন্মদিন পালন করেননি। এমনকী তিনি এবং তাঁর স্ত্রী তাঁদের বিবাহবার্ষিকীও উদযাপন করেননি। এত অসুস্থতার মধ্যেও এই প্রবীণ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এই কঠিন পরিস্থিতিতে সকলের ভালর জন্য প্রার্থনা করেছেন। তাঁর ফ্যানরা এবং ইন্ডাস্ট্রির লোকেরা এই প্রবীণ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।