পার্টিতে ‘হঠাৎ দেখা’, এক ফ্রেমে বন্দি হলেন ডিম্পল-সানি

বিহঙ্গী বিশ্বাস | Edited By: arunava roy

Mar 22, 2021 | 11:58 AM

তাঁদের 'প্রেম কথন'-এর চর্চা তো আজকের নয়! নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার না করলেও সানির পুরনো প্রেম অমৃতাই প্রথম বার প্রকাশ্যে আনেন সানি এবং ডিম্পলের প্রেমের খবর। খবর আসতে থাকে ডিম্পল এবং রাজেশের দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কল নাকি সানিকে 'ছোটে পাপা' বলেও ডাকতে শুরু করেছে।

পার্টিতে হঠাৎ দেখা, এক ফ্রেমে বন্দি হলেন ডিম্পল-সানি
সানি-ডিম্পল।

Follow Us

এ যেন রবিঠাকুরের ‘হঠাৎ দেখা’। না, রেলগাড়ির কামরায় নয়, ওঁদের দেখা হল প্রযোজক করিম মোরানির পার্টিতে। ওঁদের মানে বলিউডের এক সময়ের অন্যতম কন্ট্রোভারসিয়াল কাপল ডিম্পল কাপাডিয়া এবং সানি দেওল। পাপারাৎজির লেন্সে ফ্রেমবন্দিও হলেন তাঁরা। ডিম্পল পরেছিলেন দুধ সাদা পোশাক। অন্যদিকে সানির পছন্দ ছিল খাকি সবুজ রঙা প্যান্টের সঙ্গে কালো শার্ট। পার্টিতে হাজির ছিলেন আরও অনেকেই। অর্জুন বিজলানি থেকে শুরু করে পরিচালক রাজকুমার সন্তোষী। কিন্তু আকর্ষণের মূল কেন্দ্র ছিলেন ওরাই।

হবে নাই বা কেন? তাঁদের ‘প্রেম কথন’-এর চর্চা তো আজকের নয়! ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মধ্যে দিয়ে সানি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তাঁর প্রেমের খবরে উত্তাল ছিল বলিউড। ঠিক এমন সময়েই পূজা দেওলের কথা প্রকাশ্যে আসে। পূজা অর্থাৎ সানির আইনত স্ত্রী। সানি যে বিবাহিত সে কথা বেমালুম চেপে গিয়েছিলেন অভিনেতা নিজেই। ব্রেক আপ হয়ে যায় অমৃতার সঙ্গে। এন্ট্রি হয় ডিম্পলের। ডিম্পল তখন রাজেশ খান্নার স্ত্রী। পর পর একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেন সানি-ডিম্পল। এদের মধ্যে ‘অর্জুন’, ‘মঞ্জিল-মঞ্জিল’ তো বেশ জনপ্রিয় হয়েছিল।

 

 

ভাইরাল হওয়া সেই ছবি 

নিজেরা কখনও প্রেমের কথা স্বীকার না করলেও সানির পুরনো প্রেম অমৃতাই প্রথম বার প্রকাশ্যে আনেন সানি এবং ডিম্পলের প্রেমের খবর। খবর আসতে থাকে ডিম্পল এবং রাজেশের দুই মেয়ে টুইঙ্কল এবং রিঙ্কল নাকি সানিকে ‘ছোটে পাপা’ বলেও ডাকতে শুরু করেছে। রাজেশ এবং ডিম্পলের সম্পর্কেও চিড় ধরে। এ-ও শোনা যায় সানি এবং ডিম্পল নাকি লুকিয়ে বিয়েও করেছিলেন। তবে এ সবই ইন্ডাস্ট্রির ফিসফাস।

যদিও সানির আইনত স্ত্রী পূজা ব্যাপারটা ভাল ভাবে নেননি। সানিকে ডিভোর্স তো দূর ডিম্পলের ব্যাপারে সাবধান করে দুই সন্তানকে নিয়ে বাড়ি ছাড়ার হুমকিও দিয়েছিলেন পূজা। সানিও সাময়িক ভাবে সরে এসেছিলেন সেই সম্পর্ক থেকে। তবে ইন্ডাস্ট্রি বলে, আপাতদৃষ্টিতে সরে এলেও যোগাযোগ রয়ে গিয়েছে আজও। বছর কয়েক আগে মোন্যাকোতে তাঁদের একসঙ্গে হাতে হাতে ধরে ছুটি কাটানোর ভাইরাল হওয়া ছবি যেন সেই গসিপেই লাগিয়েছিল শিলমোহর। আবারও দেখা হল ওঁদের। কথা হল কি?

Next Article