ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শুধু ছোট পর্দাই বা কেন, ছোট পর্দা দিয়ে উত্থান হলেও বড় পর্দা ও ওটিটিতে কাজ করেছেন তিনি। সেই দিতিপ্রিয়াকেই যে এমন বীভৎস ট্রোলের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কী ঘটেছে? বৃহস্পতিবার পবিত্র ইদে নিজের কিছু ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। মাথা হিজাবে মুড়ে ছবি দিয়ে দিতিপ্রিয়া লেখেন, “ইদ মুবারক”। এর পরেই শুরু হয় তীব্র সমালোচনা, হুমকি। দিতিপ্রিয়াকে ভয় দেখানো হয়, আনফলো করে দেওয়ার। বেশ কিছু অনুরাগীর সংখ্যা কমেও তাঁর।
একজন লেখেন, “নিজের সংস্কৃতি বিসর্জন দিয়ে অন্যের সংস্কৃতি পালন করা কখনওই শোভনীয় নয়।” আর একজন লেখেন, “আপনি যে প্রেম করছেন শুনলাম, আপনার প্রেমিক মুসলমান নাকি?” যদিও এই সব সমালোচনায় মুখ খোলেননি দিতিপিয়া। অতীতেও বিভিন্ন ধর্মে নানা অনুষ্ঠানে সক্রিয় যোগদান করতে দেখা গিয়েছে তাঁকে। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি প্রেম নিয়ে মুখ খুলেছিলেন দিতিপ্রিয়া। যদিও প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ্যে না আনার অনুরোধ জানিয়েছিলেন দিতিপ্রিয়া। জানিয়ে রাখা যাক, তাঁর প্রেমিক তাঁর ধর্মেরই মানুষ। তবে তাঁদের পেশা আলাদা। কলকাতায় থাকেন না দিতিপ্রিয়ার প্রেমিক। কাজের কারণে সারা ভারতেই ঘুরে বেড়াতে হয়ে থাকে। এই মুহূর্তে কাজের পাশাপাশি মন দিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া। তাঁর বাড়ির লোকেরাও অল্প কয়েকদিনের মধ্যেই আপন করে নিয়েছেন তাঁর প্রেমিককে।