আরাধ্যার একটা জামা সাধারণের ১২ মাসের বেতনের চেয়েও বেশি!ঐশ্বর্য-অভিষেক কন্যার সম্পত্তির পরিমাণ জানেন?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Nov 16, 2024 | 11:59 AM

Bollywood Gossip: ১৬ নভেম্বর ১৩ বছরে পা দিল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। 'স্টারকিড'দের তার জনপ্রিয়তা তুঙ্গে। জন্মের পর থেকেই সে যে দিকে যায় সে দিকেই ধাওয়া করে ক্যামরা। জন্মের পর থেকেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে উপহারে মুড়িয়ে রেখেছেন পরিবাররের সবাই।

আরাধ্যার একটা জামা সাধারণের ১২ মাসের বেতনের চেয়েও বেশি!ঐশ্বর্য-অভিষেক কন্যার সম্পত্তির পরিমাণ জানেন?

Follow Us

১৬ নভেম্বর ১৩ বছরে পা দিল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চন। ‘স্টারকিড’দের তার জনপ্রিয়তা তুঙ্গে। জন্মের পর থেকেই সে যে দিকে যায় সে দিকেই ধাওয়া করে ক্যামরা। জন্মের পর থেকেই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যটিকে উপহারে মুড়িয়ে রেখেছেন পরিবাররের সবাই।

মাত্র ১৩ বছর বয়সেই যে পরিমাণ সম্পত্তির মালকিন সে তা হার মানাবে অনেক উঠতি তারকাদের। তাঁরা হয়তো কয়েরটা সিনেমায় অভিনয় করেও এত সম্পত্তি তৈরি করে উঠতে পারেননি। কত কোটির মালকিন আরাধ্যা? বলিসূত্রে খবর প্রায় ১০০০ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। তাঁর জন্মের পরেই দাদু অমিতাভ বচ্চন আরাধ্যাকে উপহার দিয়েছিলেন লাল রঙের একটি মিনি কুপার। আর বাবা অভিষেক বচ্চন উপহার দিয়েছিলেন অডি এ ৮।

শুধু বিলাসবহুল গাড়ি নয়, বিদেশে আরাধ্যার নামে রয়েছে বিলাসবহুল প্রাসাদও। দাদু অমিতাভ এবং ঠাকুমা জয়া বচ্চন দু’জনে মিলে উপহার দিয়েছিলেন ৬০ কোটি টাকার সম্পত্তি। দুবাইয়ে আরাধ্যার নামে দেড় কোটি টাকা দামের বিলাসবহুল বাংলো কেনেন অভিষেক। শুধু কি সম্পত্তি? আরাধ্য়ার আলমারির একটি জামার দাম কারও বছরের মাইনের সমান। কয়েক বছর আগে তাকে একটি জামা উপহার দিয়েছিলেন মা ঐশ্বর্য। শোনা যায় মেয়েকে জন্মদিনে প্রায় ১০ লক্ষ টাকা দামের জামা উপহার দিয়েছিলেন নায়িকা। চলতি বছরের জন্মদিনে ঠিক কী কী উপহার পায় আরাধ্যা সেটাই দেখার অপেক্ষা।

Next Article