মাত্র ২১ বছরেই আয় কোটি কোটি, কী করে এত টাকার মালিক এই বাঙালি মেয়ে?

Anushka Sen: সূত্র জানাচ্ছে, নাকি প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি তো রয়েছেই। আর রয়েছে চোখ ঝলসে দেওয়া জীবনযাত্রা।

মাত্র ২১ বছরেই আয় কোটি কোটি, কী করে এত টাকার মালিক এই বাঙালি মেয়ে?
কী করে এত টাকার মালিক বাঙালি মেয়ে?
Follow Us:
| Updated on: Mar 24, 2024 | 8:49 PM

চেনেন এই মেয়েকে? মিষ্টি হাসি, গালে টোলও পরে। সদ্য টিনএজ শেষ করেছে সে। অথচ এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ জানলে রীতিমতো আঁতকে উঠবেন আপনি। কোটি কোটি টাকা মাসে রোজগার এই সুন্দরী তনয়ার। অথচ বয়স মাত্র ২১ বছর। এই মেয়ের কিন্তু আরও এক পরিচয়ও রয়েছে। সে কিন্তু বাঙালি। এই রাজ্যে জন্ম না হলেও বাংলাই তাঁর মাতৃভাষা। কে এই তন্বী? কীভাবে মাসে এত টাকা রোজগার করে সে? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত?

মেয়ের নাম অনুষ্কা সেন। পেশায় তিনি অভিনেত্রী, মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হিন্দি ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন সেই কোন ছোট থেকে। জানা যাচ্ছে, এখন নাকি এপিসোড পিছু তাঁর পারিশ্রমিক এক লাখ টাকার উপর। আয়ের আরও অনেক উৎস আছে তাঁর। মাত্র ২১ বছরেই ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন অনুরাগী তৈরি করে ফেলেছেন তিনি। সেখান থেকেও কিন্তু ভাল রকমের আয় হয় তাঁর। পোস্ট প্রতি নেন নাকি প্রায় ৫ লক্ষ টাকা। এ ছাড়াও ব্র্যান্ড কোলাবরেশন তো আছেই। সূত্র জানাচ্ছে, নাকি প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি তো রয়েছেই। আর রয়েছে চোখ ঝলসে দেওয়া জীবনযাত্রা।

অনুষ্কার জন্ম অবশ্য প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডের রাঁচিতে। ছোট থেকে অভিনয় জগতে যাত্রা শুরু হয়েছে তাঁর। ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। ছোট থেকে অভিনয় করেও হারিয়ে যাননি তিনি। ভবিষ্যতে নিজেকে একজন সফল নায়িকা হিসেবে দেখতে চান অনুষ্কা। অংশ নিয়েছে ‘খতরো কি খিলাড়ি’ মতো জনপ্রিয় রিয়ালিটি শো-য়ে। ভারতীয় নায়িকা হিসেবে তিনিই প্রথম কাজ করেছেন কোরিয়ান ড্রামাতেও। সব মিলিয়ে সাফল্য আপাতত ঘিরে আছে তাঁকে।