'ডান্স বাংলা ডান্স' বাংলার এক জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো। এই রিয়ালিটি শো বছরের পর বছর বহু তারকার জন্ম দিয়েছে। বহু নতুন মুখকে দিয়েছে পরিচিতি।
এই শো'র হাত ধরেই জনপ্রিয় হয়েছিল তাথৈ দেব, মনে আছে তাঁকে? এখন আর তিনি ছোটটি নেই, হয়ে গিয়েছেন অনেক বড়। তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছিল সেই ২০১৩ নাগাদ।
'চলো পাল্টাই', 'খোকাবাবু' আর 'এক ফোঁটা ভালবাসা' নামক এক ছবি... এরপর আর তাথৈকে সেভাবে দেখা যায়নি পর্দায়।
আজ তিনি কোথায়? কী করেন? কেনই বা এভাবে হারিয়ে গেলেন তাথৈ? কী পেশায় আছেন তিনি কোনও ধারণা আছে কি?
একটা সময়ের পর পড়াশোনার জন্যই অভিনয় থেকে বিদায় নেন তাথৈ। পুরোপুরি পড়াশোনাতে মনোনিবেশ করেন তিনি। ন্যাশনাল জেমস স্কুল স্কুলের পাঠ শেষ করে হেরিটেজ কলেজ অব টেকনোলজি থেকে পড়াশোনা করেন তাথৈ
এর পরেই টরেন্টোতে চলে যান তিনি উচ্চশিক্ষার জন্য। এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি।
সেখানেই নাকি চাকরিও পেয়েছেন, শোনা যায় এমনটাই। সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় নন তাথৈ।
লাইমলাইট থেকে নিজেকে দূরেই সরিয়ে রাখতে পছন্দ করেন তিনি। তবে তাঁর ইচ্ছে রয়েছে ফিল্মমেকার হওয়ার। এমনটাই জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।