AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তম নন, জানেন সুচিত্রার সেনের প্রথম ছবির নায়ক কে ছিলেন?

অনেকেই হয়তো জানেনা সুচিত্রা সেনের প্রথম ছবির নায়ক উত্তম কুমার নয় বরং বাংলা সিনেমার আরও এক নামকরা অভিনেতা। সময়ের সঙ্গে তাঁকে ভুলেই গিয়েছে বাংলা ছবির দর্শক।

উত্তম নন, জানেন সুচিত্রার সেনের প্রথম ছবির নায়ক কে ছিলেন?
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 3:28 PM
Share

উত্তম কুমার- সুচিত্রা সেন জুটি বাংলা সিনেমার সবথেকে জনপ্রিয় জুটি। সময়ের সঙ্গে অনেক নতুন জুটি এসেছে, যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-দেবশ্রী রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল- শতাব্দী রায়, পরে দেব -শুভশ্রী গঙ্গোপাধ্যায় আরও অনেকে। তবে উত্তম-সুচিত্রার সেই জাদু আজও দর্শকদের কাছে সব থেকে প্রিয়। সুচিত্রা সেনের সঙ্গে বসন্ত চৌধুরী হোক বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি নিয়ে তৈরি হয়েছে কালজয়ী সিনেমা। তবুও উত্তম- সুচিত্রা জুটির সম্মোহন আলাদা। তবে অনেকেই হয়তো জানে না সুচিত্রা সেনের প্রথম ছবির নায়ক উত্তম কুমার নয় বরং বাংলা সিনেমার আরও এক নাম করা অভিনেতা সমর রায়। কে এই সমর রায়?  সেই সময় যাঁর জনপ্রিয়তা ছিল শিখরে।

বাংলা সিনেমার পুরানো খবর থেকে জানা যাচ্ছে ‘সাত নম্বর কয়েদী’ মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। এই ছবিটি ছিল সুচিত্রা সেনের মুক্তি প্রাপ্ত প্রথম বাংলা ছবি। এই সিনেমাতে রোমান্টিক জুটি হিসেবে দেখা গিয়েছিল সমর রায়- সুচিত্রা সেনকে। সেই সময় সমর রায় বাংলা সিনেমার পরিচিত মুখ। সমর রায় ১৯৪৫ সালে চলচ্চিত্রে যোগ দেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য বাংলা সিনেমার তালিকা নেহাত কম নয়। ‘বর্মার পথে’, ‘মন্দির’, ‘সাবিত্রী সত্যবান’, ‘রামমোহন বৌ’, ”সুনন্দার বিয়ে’, ‘নিরক্ষর’, ‘অনামী’, ‘স্বয়ংসিদ্ধা’ তালিকা নেহাত কম নয়। এরমধ্যে ‘স্বয়ংসিদ্ধা’ ছিল হিন্দি ছবি। সমর রায় ১৯৪৭ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অসম্ভব জনপ্রিয় ছিলেন।

সুচিত্রার সঙ্গে সমর রায়ের রোমান্টিক জুটি দর্শকদের পছন্দ হয়েছিল সেই সময়। তবে এই ছবির পরই উত্তম কুমার এর সঙ্গে সুচিত্রা সেনের জুটি বেঁধে আসে ‘সাড়ে চুয়াত্তর’। এই ছবিতে দুই নতুন নায়ক নায়িকার সাফল্য দেখে প্রযোজক পরিচালকরা এই জুটিকে নিয়েই নতুন নতুন ছবির পরিকল্পনা করতে থাকে। সময়ের সঙ্গে সমর রায়কে দর্শক ভুলে যায়। বাংলা সিনেমায় এমন অনেক অভিনেতার আজ হারিয়ে গিয়েছে, তাঁদের ছবির রিস্টোরেশনের অভাবে। তবে সমর রায়কে মহানিকার প্রথম ছবির নায়ক হিসেবে বাঙালি দর্শকের মনে পড়লে নিশ্চয়ই তাঁর আরও কাজের খোঁজ হবে।