Sourav Ganguly: কটাক্ষ ভুলে তিলোত্তমার পাশে সৌরভ, রাত পোহালেই কী করতে চলেছেন?

Aug 20, 2024 | 8:53 PM

RG Kar Case: 'কীভাবে তিনি এই ঘটনাকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বললেন?' সোশ্যাল মিডিয়ায় জনে-জনে যখন এই প্রশ্ন তুলতে ব্যস্ত, 'দাদাগিরি বয়কটের দাবি' সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল, সেই সময়ই সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। শুধু তিনি নন, একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা।

Sourav Ganguly: কটাক্ষ ভুলে তিলোত্তমার পাশে সৌরভ, রাত পোহালেই কী করতে চলেছেন?

Follow Us

কলকাতার আরজি কর কাণ্ডের নৃশংসতায় ফুঁসছে গোটা বিশ্ব। পথ নেমে বিচার চেয়ে সরব হচ্ছেন প্রতিটা মানুষ। বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন সংস্থা থেকে এক একটি দিন বেছে নিয়ে পালা করে চলছে প্রতিবাদ। মানুষের মনের এই আগুন যেন নেভার নয়। তাই গলি থেকে রাজপথে কণ্ঠ তুলছেন সকলেই। তালিকা থেকে বাদ পড়েননি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিলোত্তমা কাণ্ডে জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া। আর তাতেই রে-রে করে উঠেছে সকলে। ‘কীভাবে তিনি এই ঘটনাকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বললেন?’ সোশ্যাল মিডিয়ায় জনে-জনে যখন এই প্রশ্ন তুলতে ব্যস্ত, ‘দাদাগিরি বয়কটের দাবি’ সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল, সেই সময়ই সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। শুধু তিনি নন, একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা।

তবে এখানেই থেমে থাকল না গঙ্গোপাধ্যায় পরিবারের প্রতিবাদ। এবার পথে নামতে চলেছেন নাকি সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায়, পেশায় তিনি নৃত্যশিল্পী, এবার তাঁর বেহালার নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে ডাকা হল মিছিল। তিলোত্তমার বিচার চেয়ে এবার নৃত্যশিল্পীদের নিয়ে পথে হাঁটবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১ অগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায়। আর শোনা যাচ্ছে সেই মিছিলেই পা মেলাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিলোত্তমার পরিবারের পাশে দাঁড়াতে, বাংলার মেয়ের বিচার চাইতে, টলিপাড়ার শিল্পীরাও নেমেছিলেন পথে, পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও। বিনোদন জগতের বিভিন্ন বিভাগ পথে নেমে চিৎকার করে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এবার সেই প্রতিবাদে সামিল হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Next Article