করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন শিল্পা শিরোদকার, ইনস্টাগ্রামে করলেন পোস্ট

Sohini chakrabarty | Edited By: arunava roy

Jan 28, 2021 | 5:11 PM

ইনস্টাগ্রামে সেলিফ পোস্ট করে একথা জানিয়েছেন শিল্পা শিরোদকার।

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন শিল্পা শিরোদকার, ইনস্টাগ্রামে করলেন পোস্ট
জানুয়ারি মাসের প্রথম দিকেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন শিল্পা।

Follow Us

করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পরই সেকথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শিরোদকার। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন। এবার শিল্পা জানালেন যে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ-ও নেওয়া হয়ে গিয়েছে তাঁর। সংযুক্ত আরব আমিরশাহীতেই প্রথম ডোজ নিয়েছিলেন। টিকার দ্বিতীয় ডোজ-ও সেখানেই নিয়েছেন। ইনস্টাগ্রামে সেলিফি পোস্ট করে একথা জানিয়েছেন শিল্পা শিরোদকার। অভিনেত্রী লিখেছেন, “ডোজ ২। আই অ্যাম ডান।”

 

সংযুক্ত আরব আমিরশাহীর নিয়ম অনুসারে দেশের জনগণের ৮  শতাংশকে প্রথম ধাপেই টিকা দেওয়া হবে। এর ফলে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের প্রথম ধাপেই ভ্যাকসিন নেওয়া হয়ে যাবে।

 

 

এর আগে জানুয়ারি মাসের প্রথম দিকেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন শিল্পা। সেবারও ইনস্টাগ্রামেই টিকাকরণের কথা সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী। মাস্ক পরে সেলফিও শেয়ার করেছিলেন শিল্পা। সেই সঙ্গে দেখা গিয়েছিল তাঁর হাতে লাগানো রয়েছে তুলো। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সদ্যই ভ্যাকসিন নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে শিল্পা লিখেছিলেন, “টিকা নিয়েছি  এবং আমি সুরক্ষিত। নিউ নর্মাল, ২০২১ সাল আমি আসছি।”

 

করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পর একটি সাক্ষাৎকারে শিল্পা বলেছিলেন, “আমার মাথায় কোনও চিন্তা ছিল না। পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। বোনের (অভিনেত্রী নম্রতা শিরোদকার) সঙ্গে কথা হয়েছে। সবাই আমায় উৎসাহ দিয়েছে। আর জানতাম যে একদিন টিকা নিতেই হবে। আমি বিজ্ঞানে বিশ্বাস করি এবং সিস্টেমের প্রতি আমার আস্থা রয়েছে। তাই সবকিছুর বিবরণ পাওয়ার পরই টিকা নিয়েছি।”

 

শিল্পা এও জানিয়েছিলেন, টিকা নেওয়ার পর তাঁর কোনও রকম উপসর্গও দেখা দেয়নি। শিল্পার কথায়, “এটা বলছি না যে ভয় হয়নি বা চিন্তা করিনি। তবে মনে মনে ঠিক করে ফেলেছিলাম টিকা নেব। ব্যাস তারপরই এক বন্ধুর সঙ্গে পৌঁছে যাই স্বাস্থ্যকেন্দ্রে। আমার বন্ধুও ভ্যাকসিন নিয়েছে।” শোনা যাচ্ছে শিল্পার বোন নম্রতা শিরোদকার এবং তাঁর স্বামী তেলেগু সুপারস্টার মহেশবাবুও নাকি খুব তাড়াতাড়ি টিকা নিতে চলেছেন। অন্যদিকে শিল্পা নিজে ভ্যাকসিন নিলেও কিন্তু স্বামী এবং মেয়েকে জোর করেননি টিকা নেওয়ার জন্য।

Next Article