Kiara-Ashneer: কিয়ারার জন্যই বিয়ে ভাঙতে বসে ‘শার্ক’ অশনীর গ্রোভারের

Kiara-Ashneer: আর মাত্র কয়েক ঘণ্টা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন কিয়ারা আডবাণী।

Kiara-Ashneer: কিয়ারার জন্যই বিয়ে ভাঙতে বসে 'শার্ক' অশনীর গ্রোভারের
কিয়ারার জন্যই বিয়ে ভাঙতে বসে 'শার্ক' অশনীর গ্রোভারের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2023 | 11:57 AM

আর মাত্র কয়েক ঘণ্টা। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন কিয়ারা আডবাণী। রাজস্থানের জয়সালমীরে তুঙ্গে প্রস্তুতি। তবে জানেন কি, কিয়ারার জন্যই বিয়ে ভাঙতে চলেছিল নামজাদা ব্যবসায়ী, ‘শার্ক ট্যাঙ্ক’ অশনীর গ্রোভারের। আত্মজীবনী ‘দোগলাপন’-এ সে ঘটনাই লিখেছেন অশনীর। ‘শার্ক ট্যাঙ্ক’ নামক রিয়ালিটি শো-য়ে অংশ নেওয়ার পর তুঙ্গে ওঠে অশনীরের জনপ্রিয়তা। শুধু ব্যবসায়ীই নয়, মানুষ হিসেবেই তাঁকে চিনতে শুরু করেন সকলেই। তবে পাল্লা দিয়ে বেড়ে যায় ব্যস্ততা। অশনীর বইয়ে লিখেছেন, ব্যস্ততা বেড়ে যাওয়ায় একদিন তাঁর মা অভিযোগ করেন, ছেলে কিছুতেই সময় দিচ্ছেন না। মা’কে সান্ত্বনা দেওয়ার জন্য অশনীর বলেন, “তুমি জান না আজকাল বাজারে কী চলছে। যদি বিয়ে না হত দেখতে তোমার ছেলের জন্য কিয়ারা আডবাণীর সম্বন্ধ আসছে।” অদূরেই দাঁড়িয়েছিলেন স্ত্রী। খেয়াল করেননি অশনীর। বিমান ধরার তাড়ায় বেরিয়ে যান দুজনেই। আর এর পরেই ক্লাইম্যাক্স।

অশনীর লিখছেন, “হঠাৎ করেই সব চুপ। আমার স্ত্রী আমাকে বলতে শুরু করে,’কিয়ায়াকে বিয়ে করবে? কিয়ারাকে বিয়ে করবে তুমি’। রাগে শরীর গরম হয়ে উঠতে থাকে ওর। নিজের সমস্ত গয়না খুলে ফেলে আমার হাতে ধরিয়ে দেয়। আমি আধ ঘণ্টা ওই নিয়ে বসে থাকি।” না, কিয়ারাকে বিয়ে করার বা পরকীয়ায় যুক্ত হওয়ার কোনও ইচ্ছেই ছিল না অশনীরের। যা বলেছিলেন তা স্রেফ কথার কথা। যখন তিনি কেউ ছিলেন না, ছিল না পয়সা, নাম… তখন স্ত্রী মাধুরীই যে তাঁর পাশে ছিল, তা তিনি ভোলেন কী করে? অশনীর আরও লিখেছেন, “দূর থেকে দেখি কানে হেডফোন দিয়ে বসে থাকা এক ভদ্রলোক হেডফোন খুলে ফেলে আমাদের দিকে তাকিয়ে আছেন। ফোনে নেটফ্লিক্স দেখার চেয়ে লাইভ মুভি দেখার মজাই যে আলাদা।” না, বিচ্ছেদ হয়নি অশনীরের, স্ত্রীকে নিয়ে ভালই আছেন তিনি। তবে বলার আগে যে ভাবতে হয়– এ প্রবাদ বোধহয় সে দিন হাড়ে হাড়ে টের পেয়েছিল তিনি।

অন্যদিকে কিয়ারাও জানতেন না তাঁর জন্যই সংসার ভাঙতে চলেছিল অশনীরের। আপাতত নিজের বিয়ে নিয়ে ব্যস্ত তিনি। আগামীকাল বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। তিন বছরের পুরনো প্রেম পাবে পূর্ণতা। জমিয়ে চলছে সেলিব্রেশন, এখন শুধু ‘ডি-ডে’র অপেক্ষা।