আজ ‘চরিত্রহীন ৩’–এর স্ট্রিমিং শুরু। পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই ওয়েব সিরিজটি নিয়ে কৌতূহল তুঙ্গে। ‘চরিত্রহীন’ ১ এবং ২ যথেষ্ট সাড়া ফেলেছিল। সমালোচনার ঝড়ও উঠেছিল। ঝড় তো উঠবেই! যে ওয়েব সিরিজের নাম ‘চরিত্রহীন’ তা নিয়ে তো সরগোল পড়বেই।
সমাজের চোখে ঠিক কারা চরিত্রহীন? এই তালিকায় প্রথম সারিতে থাকবেন যারা পরকীয়াতে লিপ্ত তাঁরা। বাড়িতে স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও যাঁরা পর–পুরুষ বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান, তাঁরা সমাজের চোখে সব সময়ই চরিত্রহীন। এঁদের দিকে ভুরু কুঁচকেই তাকান হয়।যদিও পরকীয়া প্রেম নতুন কিছু নয়। ভারতীয় ঐতিহ্যে জড়িয়ে রাধা–কৃষ্ণের প্রেম।তবু পরকীয়া নিয়ে একটা কিন্তু–কিন্তু রয়েই গেছে।
পরকীয়ার প্রধান শর্তই হল চুপি–চুপি প্রেম! এইাভাবে চুপিসারে কত যে প্রেম চলছে তার ঠিক–ঠিকানা নেই। বিশেষ করে এই ডিজিটাল যুগে পরকীয়া করা তো জল–ভাত।এমনকী পরকীয়া করার জন্য অ্যাপও আছে। একটা ক্লিকেই চুপিসারে পরকীয়া আপনার দুয়ারে। এমনই একটি ভারতীয় অ্যাপ গ্লিডেন। মাত্র তিন বছর হয়েছে গ্লিডেন এসেছে ভারতে। এরই মধ্যে গ্রাহক সংখ্যা আট লাখ ছাড়িয়েছে! গ্লিডেনের সাম্প্রতিকতম সার্ভে রিপোর্ট থেকে জানা গেছে প্রায় ৫৫ শতাংশ বিবাহিত ভারতীয় তাদের সঙ্গীর প্রতি একনিষ্ঠ নয়!
আরও পড়ুন :প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আটকে পড়লেন ব্রিটেনে!
পরকীয়া ঊর্ধমুখী! ওয়েব সিরিজের নাম যেখানে ‘চরিত্রহীন’ অথচ পরকীয়া থাকবে না তাই কী হয়! ‘চরিত্রহীন ৩’–এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। পরকীয়া নিয়ে স্বস্তিকা কী ভবছেন? টিভি নাইন বাংলা ডিজিটাল প্রশ্ন করলে উনি পরিস্কার বলেন “ পরকীয়াই তো এখন ট্রেন্ড! কেউ তো আর বায়োডাটা নিয়ে প্রেম করে না। পরে যদি জানা যায় সে বিবাহিত,কী আর করা যাবে!”