পরিচালক দিলেশ পোঠান শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেছেন মালায়ালাম ছবি ‘জোজি’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফাহাধ ফাসিল। এই ছবি ‘ম্যাকবেথ’ থেকে অনুপ্রাণিত হলেও পরিচালক নিজের মত করে ‘টুইস্ট’ তৈরি করেছেন। সদ্যই এই ছবির টিজার মুক্তি পেয়েছে। সিনেমা হলে নয়, ওটিটিতেই রিলিজ করবে এই ছবি। অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হবে ‘জিজো’।
টিজারে দেখা যাচ্ছে ফাসিল অভিনীত চরিত্রটি পুকুর ধারে বসে মাছ ধরছে। বড়শিতে টোপ গিঁথে শিকারের জন্য অপেক্ষা করছে। টিজারটি পোস্ট করে অ্যামাজন প্রাইম সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “তোমার বক্তব্যের থেকে তোমার চোখের কথা বলা অনেক বেশি গভীর।”
The voice of your eyes is deeper than your speech. Teaser out now! #JojiOnPrime premieres on April 7.#DileeshPothan #FahadhFaasil #Baburaj #UnimayaPrasad #ShammiThilakan #AlisterAlex #BasilJoseph @BhavanaStudios pic.twitter.com/PNFkrv67yd
— amazon prime video IN (@PrimeVideoIN) March 31, 2021
‘জোজি’-র চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি ফাহাধ ফাসিল। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি যখনই চরিত্রটা সম্পর্কে শুনলাম এবং ওর জার্নিটা বুঝলাম, আমি তখনই ঠিক করি ছবিটা আমায় করতেই হবে। যে সমস্ত ছবিগুলোয় বাঁধা-ছকের বাইরে গিয়ে একটা টুইস্ট থাকে,সেই সমস্ত ছবিগুলো দেখতে আমার ভাল লাগে। ‘জোজি’ও এইরকমই একটা ছবি। আমি চরিত্রটা ফুটিয়ে তুলতে অনেকটা সময় দিয়েছি। আশা করি আপনাদের ভাল লাগবে।”
‘জোজি’-র গল্প সাদামাটা। একটি ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে ছেড়ে দেয়। তবু সে একজন এনআরআই হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু ছেলেটির বাবার একদমই ভরসা নেই তার ওপর। সে কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? এই ছবিতে ফাহাধ ফাসিল ছাড়াও বাবুরাজ, শাম্মি থিলাকন,বাসিল জোসেফ এবং আরও অনেকে অভিনয় করেছেন।
আরও পড়ুন :একুশ বছর পার করল ‘হেরা ফেরি’, স্মৃতিমেদুরতায় ডুব দিলেন অক্ষয়-সুনীল
‘জোজি’ ৭ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং করবে।