অপরাজিতা আঢ্য। বরাবরই দর্শক দরবারে নজর কেড়ে এসেছেন ভাল অভিনয় দিয়ে। তথাকথিত নায়িকাদের যে সংজ্ঞা, তা একপ্রকার ভেঙে দিয়েছেন তিনি পলকে। স্লিম ফিগার ধরে রাখতে একদিকে যখন অভিনেত্রীরা নিজেদের কড়া ডায়েটে বেঁধে ফেলছেন, ঠিক কখনই অপরাজিতা আঢ্য নিজের শরীরের মেদ নিয়ে বিন্দুমাত্র বিচলিত হননি। বরং সেই মিষ্টি লুকেই তিনি দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন। এবার তাঁকে নিয়েই কথা উঠতে একেবারে রে-রে করে উঠলেন নেটিজ়েনরা। সম্প্রতি অপরাজিতা আঢ্যকে দেখা গেল বিমানবন্দরে হাজির হতে। আর সেখানেই বেশ সুন্দর দেখতে লাগে সকলের প্রিয় অপাকে। যা দেখে একশ্রেণির মত, ডায়েট ভালই কাজ দিয়েছে।
অপরাজিতা আঢ্য নাকি এখন ডায়েট করছেন। তবে তা স্লিম হতে না শরীরের যত্নে, তা স্পষ্ট নয়। সেই প্রসঙ্গ টেনেই এক শ্রেণির বক্তব্য, ‘রিয়া ম্যামের ডায়েট ভালই কাজ দিয়েছে।’ আর তাতেই রেগে গেল অভিনেত্রীর ভক্তরা। কেউ লিখলেন, — ‘ওখানে নিজেকে গুনের পরিধি দেখিয়ে আসুন, প্রমান করে দিন আপনি আন্তর্জাতিক মানের একজন অভিনেত্রী, যিনি সহজেই মানুষের মন ছুঁতে পারে না।’ আবার কেউ লিখলেন, ‘অনেকেই দেখলাম ডায়েট নিয়ে লিখেছে ۔۔তাদেরকে একটু বলে দিয়ো, গুনের কদরটা চেহারা দিয়ে মাপা যায় না…।’
ছোটপর্দা থেকে বড়পর্দা, অপরাজিতা আঢ্য বরাবরই চরিত্রের দাপটে দর্শকদের ভালবাসা জয় করে এসেছেন। কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা মজার পোস্ট করে থাকেন, খোলা মনে আড্ডা দেওয়া থেকে শুরু করে, সহজ-সরল জীবন যাপন, অপরাজিতার যেন এটাই বিশেষত্ব।