একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য ফারহানের প্রযোজনা সংস্থার

শুভঙ্কর চক্রবর্তী |

May 02, 2021 | 1:28 PM

অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ১০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেন। সলমান খান ফ্রন্টলাইনের কর্মীদের সন্তানদের জন্য খাবারদাবারের ব্যবস্থা করেছেন।

একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে আর্থিক সাহায্য ফারহানের প্রযোজনা সংস্থার
ফারহান আখতার

Follow Us

কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউয়ের কঠিন সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন একের পর এক সেলিব্রিটি। যে যেমন ভাবে পেরেছেন  সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। রোগীদের সুযোগসুবিধা প্রদান করতে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হলেন ফারহান আখতার ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। অর্থ অনুদানের মাধ্যমে সহায়তার পথ বেছে নিলেন ফারহান এবং তাঁর টিম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার এক সংক্ষিপ্ত তালিকা নিজের টুইটার হ্যান্জেলে প্রকাশ করেন ফারহান। তিনি এও জানান এই সংস্থাগুলোতে ‘এক্সেল এন্টারটেইনমেন্টে’ অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে।

 

আরও পড়ুন মানুষের পাশে বরুণ, দেশের ১৪ হাসপাতালে পাঠালেন অক্সিজেন কনসেন্ট্রেটর

 

 

তিনি লেখেন, ‘সংস্থাগুলির একটি তালিকা শেয়া করে নিচ্ছি যেখানে @এক্সেলমুভিজ এখনও পর্যন্ত অনুদান করেছে। কোভিড-১৯  এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অক্সিজেন থেকে শুরু করে খাবার, অ্যাম্বুলেন্সে, জোগাড় করার জন্য অবিশ্বাস্য কাজ করে চলেছে।’

কোভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য বলিউডের সেলেবরা তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। প্রিয়াঙ্কা চোপড়া দেশের সহায়তার জন্য একটি তহবিল শুরু করেছেন এবং কোভিড -১৯ সম্পর্কে তথ্যও শেয়ার করে চলেছেন। অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না ১০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেন। সলমান খান ফ্রন্টলাইনের কর্মীদের সন্তানদের জন্য খাবারদাবারের ব্যবস্থা করেছেন।

Next Article