ফতিমার জন্যই তামান্নাকে ছাড়লেন বিজয় ভার্মা? সত্যিটা জানলে অবাক হবেন
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েক মাস আগেই খবরে আসে তামান্না ভাটিয়ার সঙ্গে ব্রেক আপ হয়েছে বিজয় ভার্মার। শোনা গিয়েছিল তামান্না ও বিজয়ের বিয়েও নাকি ঠিক হয়েছিল। সম্পর্ক এতটা দূর এগিয়ে কেন তামান্না ও বিজয়ের ছাড়াছাড়ি হয়, তা নিয়ে অবশ্য নানা মুণির নানা মত।

আমির খানের হাত ধরে বলিউডে পা দিয়েছিলেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। তারপর হঠাৎই গুঞ্জন রটে গেল ফতিমা নাকি প্রেমে পড়েছেন আমিরের। এমনকী, রটে যায় আমিরের সঙ্গে নাকি বিয়েও করবেন তিনি। তবে ওসবে এখন ইতি। আমির এখন মজেছেন গৌরীর প্রেমে। আর অন্যদিকে বলিউডে নতুন গুঞ্জন ফতিমার প্রেমে মত্ত তামান্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক তথা অভিনেতা বিজয় ভার্মা!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েক মাস আগেই খবরে আসে তামান্না ভাটিয়ার সঙ্গে ব্রেক আপ হয়েছে বিজয় ভার্মার। শোনা গিয়েছিল তামান্না ও বিজয়ের বিয়েও নাকি ঠিক হয়েছিল। সম্পর্ক এতটা দূর এগিয়ে কেন তামান্না ও বিজয়ের ছাড়াছাড়ি হয়, তা নিয়ে অবশ্য নানা মুণির নানা মত। ঠিক এই সময়ই গুসতাক ইশক ছবিতে জুটি বাঁধেন ফতিমা ও বিজয়। শোনা যায়, সেখান থেকেই নতুন প্রেমের শুরুওয়াত। আমিরের কাছ থেকে প্রেমে আঘাত পেয়ে ফতিমা মন দেন তামান্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয়কে। এমনকী, রটে যায় ফতিমা নাকি বিজয়ের সঙ্গে লিভ ইনে থাকার সিদ্ধান্তও নিয়েছেন।
সম্প্রতি আপ যয়সা কোই ছবির প্রচারে হাজির হয়েছিলেন ফতিমা। আর সেখানেই বিজয়কে নিয়ে প্রশ্ন করায়, ফতিমা সোজা জানান, দূর, কী সব বলছেন আপনারা, ভাল ছেলেই তো পাচ্ছি না। সিনেমায় যাঁরা ভাল, তাঁরা বাস্তব তো ভাল নয়!
অন্যদিকে রটে যায়, ফতিমার রূপে মজেই নাকি তামান্নাকে ভুলেছেন বিজয়। তবে এই নিয়ে বিজয় কিন্তু এখনও কিচ্ছুটি বলেননি।
