বৃষ্টি মাথায় নিয়েই স্টুডিও পাড়ায় স্টাররা, দুর্যোগের মধ্যে কোথাও-কোথাও চলছে শুট

May 27, 2024 | 2:04 PM

Bengali Serial Shoot: একাংশ রবি-সোম ছবি কাটাচ্ছেন, কেউ কেউ আবার রবিবার দিনের শুরুতে কাজ সেরে সোমবার ছুটি কাটাচ্ছেন। তবে কোনও কোনও ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেল। 

বৃষ্টি মাথায় নিয়েই স্টুডিও পাড়ায় স্টাররা, দুর্যোগের মধ্যে কোথাও-কোথাও চলছে শুট

Follow Us

কথা ছিল রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত চলবে দুর্যোগ। অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সোমবার সবটা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার কথাও ছিল। জানা গিয়েছিল এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার বিন্দুমাত্র পাল্টালো না পরিস্থিতি। এদিনও সকাল থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি শহর কলকাতা থেকে শুরু করে ২৪ পরগনাসহ আরও অন্যান্য জায়গায়। আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা মেলার পরই তাই স্টুডিও পাড়ার কিছু কিছু প্রযোজনা সংস্থা আগে থেকে কাজ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে একাংশ রবি-সোম ছবি কাটাচ্ছেন, কেউ কেউ আবার রবিবার দিনের শুরুতে কাজ সেরে সোমবার ছুটি কাটাচ্ছেন। তবে কোনও কোনও ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রমও দেখা গেল।

অর্থাৎ সোমবারও খোলা রইল স্টুডিও পাড়া। বেশ কিছু ধারাবাহিকের শুট এদিনও চলছে। সকাল সকাল তাই কলটাইম ধরতে মরিয়া ছিলেন অনেকেই। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শিমূল অর্থাৎ মানালি দের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি TV9বাংলাকে বললেন, ‘বেলার দিকে তো বৃষ্টি কমে যাওয়ার কথা ছিল। কাজ থাকলে দেখুন কাজ তো করতেই হবে। তবে আমরা সকলেই একটু সময় নিয়ে পৌঁছনোর চেষ্টা করছি। বৃষ্টি পড়লে তো সমস্যা থাকবেই।’ অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক TV9 বাংলাকে জানালেন, আজ তাঁদেরও শুট চলছে। সকাল থেকেই কলটাইম ছিল। তবে অঙ্কিতার একটু বেলার দিকে। আপাতত তাঁর কোনও সমস্যা নেই। বললেন, ‘আশা করি কারও কোনও সমস্যা হলে টিম সেটা নিশ্চয়ই ভাববে, সাহায্য করবে।’

Next Article