অশ্লীলতায় উৎসাহ দেওয়ার অভিযোগে মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 15, 2020 | 2:12 PM

অশ্লীলতাকে উৎসাহ দেওয়ার অভিযোগে মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ গোয়া জেলা পুলিশ।

অশ্লীলতায় উৎসাহ দেওয়ার অভিযোগে মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের
ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: দিন দু’য়েক আগে নিজের ৫৫তম জন্মদিনে গোয়ার সমুদ্রসৈকতে (Milind Soman goa beach) নগ্ন হয়ে দৌড়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন (Milind Soman)। সেই পদক্ষেপই এবার তাঁর বিপদের কারণ। অশ্লীলতাকে উৎসাহ দেওয়ার অভিযোগে মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দক্ষিণ গোয়া জেলা পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

দক্ষিণ গোয়ার পুলিশ সুপার পঙ্কজকুমার সিং জানিয়েছেন, সমুদ্রসৈকতে নগ্ন হয়ে ছুটে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার অভিযোগে গোয়া সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন মিলিন্দের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নিজের জন্মদিনে ওই ছবি শেয়ার করার পর একদল মিলিন্দের পক্ষে ছিলেন। এই বয়সেও শারীরিক গঠন নিয়ে গর্বিত মিলিন্দ তাঁদের আইডল। আবার একদল এর সমালোচনাও করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় মজা করে মিম বানিয়েছিলেন অনেকে। যদিও এ সব নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি মিলিন্দ। বরং তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন।

অন্যদিকে গত বৃহস্পতিবার গোয়াতেই সরকারি সম্পত্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরি করার অভিযোগে মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে এবং তাঁর স্বামী স্যামকে গ্রেফতার করে গোয়া পুলিশ। পরে যদিও পুনম এবং স্যাম মুক্তি পেয়ে যান। কিন্তু প্রকাশ্যে এই ধরনের ভিডিও শুট করায় পুনমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। এরপরই মিলিন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জোরালো হয়।

দু’জনেই নগ্নতার ইস্যুতে সমালোচিত। সেক্ষেত্রে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, পুনমের কাজ অশ্লীল হলে, মিলিন্দের কাজও অশ্লীল বলে বিবেচিত হবে না কেন? যদিও মামলা দায়ের হওয়ার পর এ নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি মিলিন্দ। সস্ত্রীক তিনি এখনও গোয়াতেই রয়েছেন বলে খবর।

আরও পড়ুন, নগ্ন ছবি ঘিরে সোশ্যালে মিম! কী বললেন মিলিন্দ?

Next Article