সকালে শুরু হল শুটিং, বিকেলে আগুন ছড়াল ‘আদিপুরুষ’-এর গোটা সেটে

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 02, 2021 | 8:10 PM

আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছিল ছবির শুটিং। ঠিক কী কারণে আগুন লাগল সেটে তা অবশ্য জানা যায়নি।

সকালে শুরু হল শুটিং, বিকেলে আগুন ছড়াল ‘আদিপুরুষ’-এর গোটা সেটে
সেটে লাগল আগুন।

Follow Us

আজই শুরু হয়েছিল ছবির শুটিং। এবং তা বেশ ঘটা করে। কিন্তু শুরু ভাল হলেও ঘেটে গেল সবকিছু। আগুন লেগে গেল ‘আদিপুরুষ’-এর গোটা সেটে। মঙ্গলবার বিকেল ৪টে ১৩ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার সময় ৫০-৬০ জন কর্মী ছিল রেট্রো মাঠে। মুম্বইয়ের গুরগাঁওয়ের ইনইর্বিট মলের পিছনে সেট তৈরি হয়েছিল। মুম্বই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। জলের ট্যাঙ্ক এবং জেসিবি ঘটনাস্থলে পৌঁছয়। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। দমকলের কর্মীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।

 

 

আরও পড়ুন কমোডের উপর পা তুলে বসে, কীভাবে এলেন নোংরা বাথরুমে, উত্তর খুঁজছেন তাপসী

 

 

 

‘আদিপুরুষ’-এর প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রাজেশ নাইয়ার। অভিনয়ে রয়েছেন প্রভাস, সইফ আলি কান এবং কৃতি শ্যানন। সূত্রের খবর সেটে ছিলেন না প্রভাস এবং সইফ আলি খান। তিনি বলেন “ছবির পরিচালক ওম রাউত এবং মারাঠি অভিনেতা সূর্য সেটে ছিলেন। ক্রোমা সেটে শুট করছিলেন সূর্য। কিছু ভিএফএক্সের দৃশ্য শুট হচ্ছিল। তবে কোনও হতাহতের খবর চিহ্ন নেই। সেটে যারা ছিলেন তার সুরক্ষিতই আছেন।”

 

 

 

আজ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছিল ছবির শুটিং। ঠিক কী কারণে আগুন লাগল সেটে তা অবশ্য জানা যায়নি। প্রভাস নিজেও আজ সকালে ছবির পোস্টার পোস্ট করেন ইনস্টাতে। তাতে লেখা ছিল ‘আরম্ভ’। কিন্তু সত্যিই কি ‘শুভ’ ছিল সে-ই আরম্ভ।

Next Article